হাড়ে এইচ-টু-ও
কঙ্কাল তো কবেই হয়েছি...
সে ব্যপারে নিঃসন্দেহ আছি।
আয়নায় মুখ দেখা বন্ধ আগেই-
চটুল আঁতলামি আদিখ্যেতার আবেগেই
গা ভাসিয়ে,
পা ধুয়ে,
ভেগে বাঁচতে চাই এ প্রাণ বাঁচিয়ে।
মজ্জা তো সম্পূর্ণ বেচেছি...
সে ব্যপারে আত্মঅহংকারেও আছি।
আঘাত প্রতিক্ষেত্রে বাঁকা-ট্যাঁরা শব্দের
বিশ্বাঘাতকতা-তোষণ মেশানো চুইংগামের
জেলি চেটে,
খুশি চুষে,
হাড়ে এইচ-টু-ও ভরেছি প্রতিটি বংশে।
সময়: ০৭/০৮/২০২০, ০৯:৫১ মি:
সে ব্যপারে নিঃসন্দেহ আছি।
আয়নায় মুখ দেখা বন্ধ আগেই-
চটুল আঁতলামি আদিখ্যেতার আবেগেই
গা ভাসিয়ে,
পা ধুয়ে,
ভেগে বাঁচতে চাই এ প্রাণ বাঁচিয়ে।
মজ্জা তো সম্পূর্ণ বেচেছি...
সে ব্যপারে আত্মঅহংকারেও আছি।
আঘাত প্রতিক্ষেত্রে বাঁকা-ট্যাঁরা শব্দের
বিশ্বাঘাতকতা-তোষণ মেশানো চুইংগামের
জেলি চেটে,
খুশি চুষে,
হাড়ে এইচ-টু-ও ভরেছি প্রতিটি বংশে।
সময়: ০৭/০৮/২০২০, ০৯:৫১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২১বাহ অসামান্য সৃষ্টি ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৬/২০২১সুন্দর ভাবনা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৬/২০২১সুন্দর ভাবনা কবিতায়।শুভ্চ্ছো কবিকে।