ছদ্মগাঁথা
ঘরবাড়ি বাগান ছিল।
পুকুর ভর্তি মাছ ছিল।
ক্ষেত সাজানো ধান ছিল।
বাগানে কত গাছ ছিল।
মুখ ভরা পান ছিল।
হাতি ঘোড়া পাল্কী ছিল।
বুক ভরা প্রাণ ছিল।
সুখ শান্তি অনেক ছিল!
হঠাৎ কে কারা এলো?
একে একে সবই গেলো।
দানবীর আমি মুক্ত মনে,
মাংস ছিটাই নেকড়ে বনে।
সোনার জীবন কামড়ে খেলো,
চেটে খেলাম পায়ের ধুলো।
তবু অহংকারে বুক ফুলিয়ে,
তৃপ্তি পাই বীরগাঁথা শুনিয়ে।
সময়: ০৬/০৮/২০২০, ১৪:০১ মি:
পুকুর ভর্তি মাছ ছিল।
ক্ষেত সাজানো ধান ছিল।
বাগানে কত গাছ ছিল।
মুখ ভরা পান ছিল।
হাতি ঘোড়া পাল্কী ছিল।
বুক ভরা প্রাণ ছিল।
সুখ শান্তি অনেক ছিল!
হঠাৎ কে কারা এলো?
একে একে সবই গেলো।
দানবীর আমি মুক্ত মনে,
মাংস ছিটাই নেকড়ে বনে।
সোনার জীবন কামড়ে খেলো,
চেটে খেলাম পায়ের ধুলো।
তবু অহংকারে বুক ফুলিয়ে,
তৃপ্তি পাই বীরগাঁথা শুনিয়ে।
সময়: ০৬/০৮/২০২০, ১৪:০১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিঠুন দত্ত বাবু ০৩/০৬/২০২১সত্যি দারুন
-
ফয়জুল মহী ০২/০৬/২০২১Very excellent writen
-
আলমগীর সরকার লিটন ০২/০৬/২০২১‘ছিল’ দেয়েই যদি শেষ করতে ভাল হতো অনেক শুভেচ্ছা রইল