ফস
পচা ইতিহাসের অদম্য গুপ্তকথা
দেহমনের অলিতে-গলিতে ছিটিয়ে,
পড়ে থাকে ধামাচাপা।
আদিম রিপুতে ধিকিধিকি জ্বলে,
নষ্ট শহরের অতৃপ্ত কামনা।
শান্ত বাইরে, ভেতরে কিসের ব্যথা!
না-রে ভাই না-রে;
পুঁটি মাথা ঘামানো দিয়েছি ছেড়ে।
হেহে-হেহে-হেহে-
রং, তুলি আর শিরিষ কাগজে
ঘসে ঘসে সাফ- মোলায়েম সুরে
হাতড়ে বেড়াই কামনা।
হঠাৎ, পড়শি বাড়িতে গোঙ্গানি উঠে
আমি নিশ্চুপ...
হেরে যাওয়া ইতিহাসের পুনরাবৃত্তিতে,
মজা পাই বেশ কল্পনা সুখে।
ফস শব্দের আগুন লাগাই- সিগারেটে;
মজা নিই ধোঁয়া মুখে!
সময়: ২২/০৭/২০২০, ১৭:০৭ মি:
দেহমনের অলিতে-গলিতে ছিটিয়ে,
পড়ে থাকে ধামাচাপা।
আদিম রিপুতে ধিকিধিকি জ্বলে,
নষ্ট শহরের অতৃপ্ত কামনা।
শান্ত বাইরে, ভেতরে কিসের ব্যথা!
না-রে ভাই না-রে;
পুঁটি মাথা ঘামানো দিয়েছি ছেড়ে।
হেহে-হেহে-হেহে-
রং, তুলি আর শিরিষ কাগজে
ঘসে ঘসে সাফ- মোলায়েম সুরে
হাতড়ে বেড়াই কামনা।
হঠাৎ, পড়শি বাড়িতে গোঙ্গানি উঠে
আমি নিশ্চুপ...
হেরে যাওয়া ইতিহাসের পুনরাবৃত্তিতে,
মজা পাই বেশ কল্পনা সুখে।
ফস শব্দের আগুন লাগাই- সিগারেটে;
মজা নিই ধোঁয়া মুখে!
সময়: ২২/০৭/২০২০, ১৭:০৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৬/২০২১বেশ হয়েছে।
-
পঙ্কজ সূত্রধর ০১/০৬/২০২১খুবই ভালো লাগছে দাদা।এভাবেই বেড়ে উঠুক আপনার কলম।
-
পঙ্কজ সূত্রধর ০১/০৬/২০২১খুবই সুন্দর দাদা
-
আলমগীর সরকার লিটন ০১/০৬/২০২১বেশ বোধময়
-
ফয়জুল মহী ০১/০৬/২০২১মনোমুগ্ধকর উপস্থাপন,
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/০৬/২০২১সুন্দর চেতনা।