অসম্পূর্ণ
বাঁশি বেজে যায় অনবরত,
আমার কানের কাছে...
সেটা জেগে থাকার জন্য,
সেটা জেগে উঠবার জন্য।
কিন্তু আমি সব শুনি,
আলসে হাই তুলি,
নরম কোলবালিশ জড়িয়ে পাশ ফিরি!
অনেকক্ষণ আপনজন ডেকেই চলে।
ভাবে- এইতো জ্ঞানী উঠবে,
দাঁড়িয়ে না হোক বসে বসে,
লড়াই করবে তাঁদের পাশে।
কিন্তু আমি শব হয়ে,
মুচকি হেসে,
বেইমানির চাদরে মুখ ঢাকি আর...
সময়: ১৯/০৭/২০২০, ০২:০২ মি:
আমার কানের কাছে...
সেটা জেগে থাকার জন্য,
সেটা জেগে উঠবার জন্য।
কিন্তু আমি সব শুনি,
আলসে হাই তুলি,
নরম কোলবালিশ জড়িয়ে পাশ ফিরি!
অনেকক্ষণ আপনজন ডেকেই চলে।
ভাবে- এইতো জ্ঞানী উঠবে,
দাঁড়িয়ে না হোক বসে বসে,
লড়াই করবে তাঁদের পাশে।
কিন্তু আমি শব হয়ে,
মুচকি হেসে,
বেইমানির চাদরে মুখ ঢাকি আর...
সময়: ১৯/০৭/২০২০, ০২:০২ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৪/০৬/২০২১sundor oviprokash...
-
মিঠুন দত্ত বাবু ২৯/০৫/২০২১দারুন
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৫/২০২১ব্যাথার কবিতা!
-
ফয়জুল মহী ২৮/০৫/২০২১অসাধারণ লেখা I ভালো লাগলো খুব।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৫/২০২১নাইস