জলাঞ্জলি
আমি বেঁচে থাকি,
বাকি সব, যাক না জলাঞ্জলি।
ভুলতে চাই ঐ বস্তাপচা রীতি,
পথ আগলে রাখে- মরার খুলি।
তাই, মুছে ফেলি ঘসে একে একে;
যত জোর হয় এ দু'হাতে।
নিষেধ কিছুই শুনবো না, চেঁচাক লোকে;
জ্ঞানভরা আছে মোটা এ পেটে।
সব কিছুই মুছেছি, সৎ হয়েছি,
মিশে থাকি ঐ অচেনা দুয়ারে।
আজ নিঃস্ব, সব হারিয়েছি-
কেঁদে যাই শুধু ভেতরে ভেতরে।
এখন শুধু আমিই বেঁচে থাকি-
আর কেউ নেই, একজনও নেই!
আদর্শ, রীতি-নীতি মান, তর্ক-যুক্তি
বেচে দিয়েছিলাম এ দু'হাতেই!
সময়: ১৬/০৭/২০২০, ২১:৩৪ মি:
বাকি সব, যাক না জলাঞ্জলি।
ভুলতে চাই ঐ বস্তাপচা রীতি,
পথ আগলে রাখে- মরার খুলি।
তাই, মুছে ফেলি ঘসে একে একে;
যত জোর হয় এ দু'হাতে।
নিষেধ কিছুই শুনবো না, চেঁচাক লোকে;
জ্ঞানভরা আছে মোটা এ পেটে।
সব কিছুই মুছেছি, সৎ হয়েছি,
মিশে থাকি ঐ অচেনা দুয়ারে।
আজ নিঃস্ব, সব হারিয়েছি-
কেঁদে যাই শুধু ভেতরে ভেতরে।
এখন শুধু আমিই বেঁচে থাকি-
আর কেউ নেই, একজনও নেই!
আদর্শ, রীতি-নীতি মান, তর্ক-যুক্তি
বেচে দিয়েছিলাম এ দু'হাতেই!
সময়: ১৬/০৭/২০২০, ২১:৩৪ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০৬/২০২১সুন্দর লেখনী।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৫/২০২১দারুণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৫/২০২১সুন্দর কথা
-
CPHITSolution ২৭/০৫/২০২১Wonderful poetry, it made me sad.
-
ফয়জুল মহী ২৪/০৫/২০২১Excellent