বোঝার বোঁঝা
সমস্তটা বোঝার ঠ্যাকা
আমাকেই নিতে হয়,
সব সময়!
সেটা ভালো হোক,
কিংবা মন্দ হোক, তবুও আমায়
জোর করে জোড় বাঁধতে হয়।
ব্যাপারটা সহ্যের মাত্রা
ছাড়ালেও কেঁদে হাসা,
প্রতি ঘটনায়।
সেটা ভুলে যেতে হয়,
ঘুম থেকে উঠেই;
নয়তো- প্রশ্ন আমার মিত্রতায়!
শরীরের কালো শিরায়
মিশে ঐ কোটি ক্ষত,
ছিড়ে কুঁরে খায়।
জীবনের বোঝাটা, যেন বোঁঝা হয়!
বেয়েই চলে-
প্রতিটি বংশপরম্পরায়...
সময়: ১০/০৭/২০২০, ০৯:১৬ মি:
আমাকেই নিতে হয়,
সব সময়!
সেটা ভালো হোক,
কিংবা মন্দ হোক, তবুও আমায়
জোর করে জোড় বাঁধতে হয়।
ব্যাপারটা সহ্যের মাত্রা
ছাড়ালেও কেঁদে হাসা,
প্রতি ঘটনায়।
সেটা ভুলে যেতে হয়,
ঘুম থেকে উঠেই;
নয়তো- প্রশ্ন আমার মিত্রতায়!
শরীরের কালো শিরায়
মিশে ঐ কোটি ক্ষত,
ছিড়ে কুঁরে খায়।
জীবনের বোঝাটা, যেন বোঁঝা হয়!
বেয়েই চলে-
প্রতিটি বংশপরম্পরায়...
সময়: ১০/০৭/২০২০, ০৯:১৬ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০৬/২০২১চমৎকার।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৯/২০২০Fantastic.
-
আব্দুর রহমান আনসারী ০২/০৯/২০২০Nice
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৯/২০২০ভালো লেগেছে।
-
কুমারেশ সরদার ০২/০৯/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ০২/০৯/২০২০অনন্যসাধারণ