www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিছুটান

চেনা শব্দগুলো যায় এখন উল্টে;
সুনিপুণ চালাকি বলে।
সবল মস্তিষ্করা নির্লিপ্ত পঙ্গু আবেগে,
গোঁঙায় বিছানার কোলে।


মন মানে না ব্যর্থতার সত্যতা;
অক্ষম পরিবর্তন আনতে।
বেছে নেয় কল্পনার ইতিহাস মিথ্যা,
পড়ে পিছন থেকে।


অর্থহীন জীবন মন্ত্র চিৎকার করে;
স্বহস্তে মান ভাসাই।
মৃত অতীতরা জেগে উঠে ধরে,
অবোধ তোমায়-আমায়।


সময়: ১১/০৬/২০২০, ২০:০৫ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লিখেছেন, বেদনা মিশে আছে লেখায়।
  • অভিনবত্বে মুগ্ধ হলাম
  • ভালো লেগেছে।
  • দারুন
  • ফয়জুল মহী ২৫/০৮/২০২০
    অসাধারণ ভালো লাগলো।
 
Quantcast