হারিয়ে যাওয়া
হারিয়ে যাওয়া!
সে এক বিশেষ শিল্প, সবার থাকে না।
কত শত অবহেলা,
অত্যাচারের কথা, নাই বা হোলো বলা।
পুরে ছাই!
আলমারি ভরা কালো সত্য লেখা।
নূন্যতম প্রতিরোধ নেই,
এখন কীটের মত বাঁচা একা একা।
ইতিহাস লেখা।
সেটা তো মন মর্জির খেলা, আদেশে।
আমাদের নাম-
কোথাও নেই, শুধু মাটির কণায় মিশে।
আত্মহত্যার স্বভাব।
বহু বহু প্রচেষ্টায় জিনে আয়ত্ত্ব করেছি।
তাই বিলুপ্ত হবোই,
সংকল্প করে হাসি মুখে প্রাণ ত্যাগছি।
সময়: ০৯/০৬/২০২০, ১২:১৬ মি:
সে এক বিশেষ শিল্প, সবার থাকে না।
কত শত অবহেলা,
অত্যাচারের কথা, নাই বা হোলো বলা।
পুরে ছাই!
আলমারি ভরা কালো সত্য লেখা।
নূন্যতম প্রতিরোধ নেই,
এখন কীটের মত বাঁচা একা একা।
ইতিহাস লেখা।
সেটা তো মন মর্জির খেলা, আদেশে।
আমাদের নাম-
কোথাও নেই, শুধু মাটির কণায় মিশে।
আত্মহত্যার স্বভাব।
বহু বহু প্রচেষ্টায় জিনে আয়ত্ত্ব করেছি।
তাই বিলুপ্ত হবোই,
সংকল্প করে হাসি মুখে প্রাণ ত্যাগছি।
সময়: ০৯/০৬/২০২০, ১২:১৬ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ২৬/০৮/২০২০অসাধারণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৮/২০২০সুন্দর।
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২০ভাল
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৮/২০২০Outstanding job.
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৮/২০২০ভালো।
-
ফয়জুল মহী ১৯/০৮/২০২০আপনার লেখা উপযুক্ত উপমাময়। পুরো না পড়লে মন তৃপ্ত হয় না । ভাব বুঝা যায় না
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৮/২০২০অসাধারন