অপেক্ষা
আতংকটা যেন শেষই হচ্ছে না।
কত শত বছরের পুরনো,
তবুও বেড়েই যাচ্ছে আস্তে আস্তে।
জবরদস্তি দখল হচ্ছে মনের স্থান,
বেনামীর ত্যাগী নিশব্দে অবিরাম।
আমি ওদের কাছে কাঁদতে যাই।
একজোট হয়ে প্রদীপ হাতে অল্প লড়াই,
আর ভয়ভাঙ্গা নিস্পাপ প্রাণ নিয়ে
আগামীর রাত কাটাতে চাই!
কিন্তু পাশে থাকা জ্ঞানী-গুণী-লোভী,
পক্ষপাতদুষ্ট হয়ে নিজেরাই রাজ্য গড়ে।
সুযোগে কালো চশমার আড়ালে কাঁদে,
সান্ত্বনা-আশার মলম ঘসে বিষ মিশিয়ে।
যন্ত্রণা গঞ্জনায় পুরো পথ চলি একলা,
তবুও খালি বাড়িতে ফিরি শেষ বার।
এখন অপেক্ষা সেই কুৎসিত সময়ের
যখন সর্বস্বান্ত থেকে নিশ্চিহ্ন হবো!
সময়: ০৭/০৬/২০২০, ০৯:২১ মি:
কত শত বছরের পুরনো,
তবুও বেড়েই যাচ্ছে আস্তে আস্তে।
জবরদস্তি দখল হচ্ছে মনের স্থান,
বেনামীর ত্যাগী নিশব্দে অবিরাম।
আমি ওদের কাছে কাঁদতে যাই।
একজোট হয়ে প্রদীপ হাতে অল্প লড়াই,
আর ভয়ভাঙ্গা নিস্পাপ প্রাণ নিয়ে
আগামীর রাত কাটাতে চাই!
কিন্তু পাশে থাকা জ্ঞানী-গুণী-লোভী,
পক্ষপাতদুষ্ট হয়ে নিজেরাই রাজ্য গড়ে।
সুযোগে কালো চশমার আড়ালে কাঁদে,
সান্ত্বনা-আশার মলম ঘসে বিষ মিশিয়ে।
যন্ত্রণা গঞ্জনায় পুরো পথ চলি একলা,
তবুও খালি বাড়িতে ফিরি শেষ বার।
এখন অপেক্ষা সেই কুৎসিত সময়ের
যখন সর্বস্বান্ত থেকে নিশ্চিহ্ন হবো!
সময়: ০৭/০৬/২০২০, ০৯:২১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২০ভালো লাগল
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ১৯/০৮/২০২০অসাধারণ লিখেছেন কবি। শুভ কামনা নিরন্তর। সমাজ এ বাস্তবতা নিয়ে লিখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৮/২০২০মন ছুঁয়ে গেছে।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৮/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ১৮/০৮/২০২০আপনার কবিতা মানেই অর্থপূর্ণ উপমা । পুরো কবিতা না পড়লে তৃপ্ত হয় না মন।