www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিঃশেষিত

আমার দমবন্ধ পরিস্থিতি,
তুমি অনায়সে পান করো ধোঁয়া।
তীব্র যন্ত্রনার ছেঁড়া মালা উড়ে-
চারদিক লণ্ডভণ্ড, তবুও বেহায়া।


আমার রক্ততঞ্চন বন্ধ,
ভিজে চলে শরীর, গোটা উঠান।
বাঁচার চেষ্টায় ধুঁয়ে মুছি দাগ-
মুখে অম্লান হাসি, আর ফ্যাকাসে প্রাণ।


আমার পক্ষাঘাতগ্রস্ত জিহ্বা,
গোঁ গোঁ করে, বলে চলে সত্য।
তুমি পাশে দাঁড়িয়ে মুচকি হাসো-
দোষ সবই আমার, গালাও অকথ্য।


আমার অঝোর অশ্রুধারা,
ভিক্ষা চায় অনুকম্পা, এতটুকু মায়া।
তোমরা টেনে খামচে সর্বস্ব লুটো-
যতক্ষণ থাকে এ শরীরের ছায়া।



সময়: ১৯/১১/২০১৯, ১৮:৩৮ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর ভাবনাময় কাব্য প্রিয় কবি।
    মুগ্ধতা রেখে গেলাম একরাশ।
  • Md. Rayhan Kazi ১২/০৮/২০২০
    বাহ্ চমৎকার লেখনী
  • বাহঃ! বেশ
  • ফয়জুল মহী ১০/০৮/২০২০
    অনবদ্য  লেখা পড়ে বিমোহিত হলাম।
  • ভালো লাগলো।
  • ঋষ্যনীল ১০/০৮/২০২০
    সুন্দর লেখনী,শুভকামনা কবি!
 
Quantcast