বিভীষণ ও আমি
বিভীষণ যেন আজ ফেলছে দীর্ঘশ্বাস,
একদম কাঁধের কাছে।
আমি উদার হৃদয়ে সাদরে দিই আশ্বাস-
"ভাই, ভয়টা কীসের?"
তপ্ত বিষের বায়ু আসুক না আমার প্রাণে;
সব শুষে নিব।
হঠাৎ হত্যা হলই বা অঙ্গের প্রতিক্ষণে,
হেয়ালি বুঝিয়ে দিব।
সে আঘাত হানছে হেসে শান্তিপ্রিয় আমি নিশ্চুপ;
তবুও আঁতলামিতে চলি।
টিউমার আজ ক্যান্সার রূপে শরীরে ছড়ায় খুব,
তর্ক নেষায় ভুলি!
সময়: ১৯/০২/২০১৯, ০৮:১৯ মি:
একদম কাঁধের কাছে।
আমি উদার হৃদয়ে সাদরে দিই আশ্বাস-
"ভাই, ভয়টা কীসের?"
তপ্ত বিষের বায়ু আসুক না আমার প্রাণে;
সব শুষে নিব।
হঠাৎ হত্যা হলই বা অঙ্গের প্রতিক্ষণে,
হেয়ালি বুঝিয়ে দিব।
সে আঘাত হানছে হেসে শান্তিপ্রিয় আমি নিশ্চুপ;
তবুও আঁতলামিতে চলি।
টিউমার আজ ক্যান্সার রূপে শরীরে ছড়ায় খুব,
তর্ক নেষায় ভুলি!
সময়: ১৯/০২/২০১৯, ০৮:১৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/০৫/২০২১নাইস
-
Md. Rayhan Kazi ২৩/০৭/২০২০অনন্য বৈশিষ্টমন্ডিত লেখনী
-
রূপক কুমার রক্ষিত ২৩/০৭/২০২০অসাধারণ। শুভকামনা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৭/২০২০বেশ ভালো
-
ফয়জুল মহী ২১/০৭/২০২০অপার মুগ্ধতা রেখে গেলাম ।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৭/২০২০ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৭/২০২০অপূর্ব।