বর্ণান্ধতা
বিবেকের কাছে হেরে যাই বারবার।
আমি এক, তুমি এক।
মাথাটা আজ বেচে দিয়েছি সবার,
শুধু আপন স্বার্থের মেটাই শখ!
চোখ আছে তবে বর্ণান্ধতা নিয়ে-
কীই বা আশা করা যেতে পারে?!
প্রচ্ছন্নতা আজ প্রকট জিনোটাইপ হয়ে
বংশগতিতে বয়, অপত্যকে মারে।
সময়: ০১/০২/২০১৯, ০৮:৩০ মি:
আমি এক, তুমি এক।
মাথাটা আজ বেচে দিয়েছি সবার,
শুধু আপন স্বার্থের মেটাই শখ!
চোখ আছে তবে বর্ণান্ধতা নিয়ে-
কীই বা আশা করা যেতে পারে?!
প্রচ্ছন্নতা আজ প্রকট জিনোটাইপ হয়ে
বংশগতিতে বয়, অপত্যকে মারে।
সময়: ০১/০২/২০১৯, ০৮:৩০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৬/২০২০ভালো লাগলো।
-
ইতি হালদার ০৭/০৬/২০২০দারুণ উপস্থাপন। শুভকামনা কবি ......
-
ফয়জুল মহী ০৭/০৬/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।