রথের চাকা
সেই রথের চাকা আজও আটকে আছে,
কুৎসিত পঙ্কিল গর্তে।
দয়াবান দানবীর তা তুলতে নেমেছে
কিন্তু পারছে না চাকা ওঠাতে!
সামনে কঠিন অজানা সমর,
কারা যেন হাসে উল্লাসে?
সাথে দিবানিশি হাঁকে ছল হুংকার
তবু মহাবীর লড়ে নীতি বিশ্বাসে!
মনে রেখো, এই আর কয়েকদিন,
তারপর আর লড়াকু কই?!
মৃত্যুর পর শব নিশ্বাসহীন;
সব প্রজা-রাজা তখন একই!
সময়: ০৬/০১/২০১৯, ১৭:১৪ মি:
কুৎসিত পঙ্কিল গর্তে।
দয়াবান দানবীর তা তুলতে নেমেছে
কিন্তু পারছে না চাকা ওঠাতে!
সামনে কঠিন অজানা সমর,
কারা যেন হাসে উল্লাসে?
সাথে দিবানিশি হাঁকে ছল হুংকার
তবু মহাবীর লড়ে নীতি বিশ্বাসে!
মনে রেখো, এই আর কয়েকদিন,
তারপর আর লড়াকু কই?!
মৃত্যুর পর শব নিশ্বাসহীন;
সব প্রজা-রাজা তখন একই!
সময়: ০৬/০১/২০১৯, ১৭:১৪ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৩/০১/২০২০ভালো লেখা ।
-
অমরাবতী বসু ১২/১১/২০১৯খুব সুন্দর
-
স্বপন গায়েন ১২/১১/২০১৯ভাল লাগল
-
পি পি আলী আকবর ০৯/১১/২০১৯ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১১/২০১৯স্পেলবাউন্ড
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০১৯ভালো লেগেছে।
-
হাসান ইবনে নজরুল ০৮/১১/২০১৯মৃত্যু নিশ্চিত। আর এই ঘটনাই রাজা প্রজা সব এক হয়ে যাবে। অনেক ভাল লেগেছে