শয়তানের মুখোশ
ভদ্র মুখোশ খুলে যাচ্ছে ধীরেধীরে,
সাথে নিয়মের পরিবর্তন অহরহ।
তবুও আমার কাঁটা দেয়া শরীরে,
চিৎকার করে না; কীসের এত মোহ?!
ঘোর অবিশ্বাস আঘাত হানে চপাটে,
দৃঢ় বিশ্বাসী মনের গালে।
সততার পাতা ফাঁদে ফাঁকা মাঠে,
বিলুপ্ত আজ আপন মায়ের কোলে।
প্রতিবাদী মোমবাতির শত মৌন মিছিল,
লজ্জা এতটুকুও দেয়না ওদের।
অসহায় নিষ্পাপ প্রাণ মরে তিলতিল,
শয়তান হেসে মারে রোজ আমাদের।
সময়:১৭/১০/২০১৮, ১৯:৫০ মি:
সাথে নিয়মের পরিবর্তন অহরহ।
তবুও আমার কাঁটা দেয়া শরীরে,
চিৎকার করে না; কীসের এত মোহ?!
ঘোর অবিশ্বাস আঘাত হানে চপাটে,
দৃঢ় বিশ্বাসী মনের গালে।
সততার পাতা ফাঁদে ফাঁকা মাঠে,
বিলুপ্ত আজ আপন মায়ের কোলে।
প্রতিবাদী মোমবাতির শত মৌন মিছিল,
লজ্জা এতটুকুও দেয়না ওদের।
অসহায় নিষ্পাপ প্রাণ মরে তিলতিল,
শয়তান হেসে মারে রোজ আমাদের।
সময়:১৭/১০/২০১৮, ১৯:৫০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার সরকার ০২/১২/২০১৮খুব সুন্দর কবিতা। ভালো থাকবেন।
-
মনিরুজ্জামান/জীবন ২১/১১/২০১৮চমৎকার
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/১১/২০১৮বাহ। সুন্দর কবিতা প্রকাশ
-
পি পি আলী আকবর ২০/১১/২০১৮ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২০/১১/২০১৮ভালো লাগলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/১১/২০১৮চমৎকার