ঠিকানার খোঁজ
ঝড়ের আগমনে আর বিলম্ব নেই,
তবুও আমি কেন দ্বিধাহীন?
শুয়ে-বসে-ঘুমিয়ে কাটাই দিন...
পেশা শবের শহরে আয়নার ফেরিওয়ালা।
আজকাল আর বিক্রিবাট্টাও বেশি নেই,
শুধু নেষা চায় মাতাল রঙ্গিন।
"আত্মপ্রতিচ্ছবি সে আবার কী!?"
দুরদুর করে খেদায় সবাই, ভাবে জংলা।
ঝড়ের ভয়ে প্রাণ হাতে নিয়েই-
পালিয়ে চলি, ঐ গ্রামটা অচিন।
পায়ে লেগে থাকা থকথকে লাল পিচ,
ঠিক খুঁজে দেয় আমার নব ঠিকানা।
সময়:১৬/১০/২০১৮, ১৬:২১ মি:
তবুও আমি কেন দ্বিধাহীন?
শুয়ে-বসে-ঘুমিয়ে কাটাই দিন...
পেশা শবের শহরে আয়নার ফেরিওয়ালা।
আজকাল আর বিক্রিবাট্টাও বেশি নেই,
শুধু নেষা চায় মাতাল রঙ্গিন।
"আত্মপ্রতিচ্ছবি সে আবার কী!?"
দুরদুর করে খেদায় সবাই, ভাবে জংলা।
ঝড়ের ভয়ে প্রাণ হাতে নিয়েই-
পালিয়ে চলি, ঐ গ্রামটা অচিন।
পায়ে লেগে থাকা থকথকে লাল পিচ,
ঠিক খুঁজে দেয় আমার নব ঠিকানা।
সময়:১৬/১০/২০১৮, ১৬:২১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরন্য রানা ১৭/১০/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১০/২০১৮ভালো লাগলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১০/২০১৮দারুণ লিখেছেন