স্বভাব (অনুকবিতা-০৯)
অগোছানো এক পাগল আমি
ঘুরি দুয়ার দুয়ার।
সব ত্যাগী আজ সর্বজ্ঞানী
ভীক্ষা চাইছি খাবার।
নরম মনের ফায়দা লুটে
ঘাতক পেলেন সোনা।
ভাইরা ভীত প্রাণ মায়াতে
কষে দেয় যন্ত্রণা।
সময়:২৩/০৭/২০১৮, ১৮:৩৯ মি:
ঘুরি দুয়ার দুয়ার।
সব ত্যাগী আজ সর্বজ্ঞানী
ভীক্ষা চাইছি খাবার।
নরম মনের ফায়দা লুটে
ঘাতক পেলেন সোনা।
ভাইরা ভীত প্রাণ মায়াতে
কষে দেয় যন্ত্রণা।
সময়:২৩/০৭/২০১৮, ১৮:৩৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাকিব ইমতিয়াজ. ০৫/০৯/২০১৮দারুন
-
PRAMILA DEVI ০৪/০৯/২০১৮ভালো লাগল ।
-
মহিউদ্দিন রমজান ০৪/০৯/২০১৮দারুণ লিখেছেন
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০৯/২০১৮দারুণ বিরহ।
উপশম হোক ব্যথা
কবিতার মাধ্যমে ।
ভাল লাগলো। ধন্যবাদ। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৯/২০১৮বেশ লিখেছেন