www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাগ-বাঁটোয়ারা

ভাগাভাগি তো হবেই সামনে;
শুধু সামান্য সময়ের অপেক্ষায় বসে
বড়ো আর ছোট ভাই আছে একসাথে
অনেক সহ্য-শান্তির কপট হাসিতে
উদার পিতার মন জুগিয়ে।


গৃহ সীমানায় আপন উদ্ধত্য;
কথা কাটাকাটি-লড়াই তবুও দুই ভাই
আস্তে আস্তে আখের গোছায়
পরিবার নিয়ে ভিন্ন হবার কামনায়
প্রস্তুত- তিক্ত অভিজ্ঞতা গ্রহণে পুনরায়।


আমৃত্যু প্রত্যক্ষ লড়াই চলে;
সম্পর্কের বাঁধন ভেঙ্গে নানা কৌশলে
তারকাঁটার প্রাচীর ক্ষতবিক্ষত করলে
শরীর হার মানে না তবুও জ্বলে
সম্প্রীতি-ঐক্য-ভাতৃত্ব তিলেতিলে।




সময়: ১৬/০৭/২০১৮, ১৯:৪৯ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ৩০/০৭/২০১৮
    অপূর্ব
  • মোবারক হোসেন ২৫/০৭/২০১৮
    সুন্দর লেখা। ভাল লাগলো।
  • অপূর্ব
    • কে. পাল ২৫/০৭/২০১৮
      কবিকে অসংখ্য ধন্যবাদ।
      আপনাদের এই মন্তব্যই আমার আগামীর অনুপ্রেরণা। চলার পাথেয়।
      অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
      সার্বিক সুস্থতা কামনা করি।
  • আরো লেখা চাই
    • কে. পাল ২৫/০৭/২০১৮
      কবিকে অসংখ্য ধন্যবাদ।
      আপনাদের এই মন্তব্যই আমার আগামীর অনুপ্রেরণা। চলার পাথেয়।
      অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
      সার্বিক সুস্থতা কামনা করি।
  • অসাধারণ।
    • কে. পাল ২৫/০৭/২০১৮
      কবিকে অসংখ্য ধন্যবাদ।
      আপনাদের এই মন্তব্যই আমার আগামীর অনুপ্রেরণা। চলার পাথেয়।
      অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
      সার্বিক সুস্থতা কামনা করি।
  • জহির রহমান ২৪/০৭/২০১৮
    কবিতাটিতে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠেছে।
    ভালো লেগেছে
    • কে. পাল ২৫/০৭/২০১৮
      কবিকে অসংখ্য ধন্যবাদ।
      আপনাদের এই মন্তব্যই আমার আগামীর অনুপ্রেরণা। চলার পাথেয়।
      অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
      সার্বিক সুস্থতা কামনা করি।
 
Quantcast