ঘটনার ধামাচাপা
ঘটনার উপর ঘটনা ধামাচাপা পরে,
একে একে আস্তে আস্তে।
মনের কোণায় পুঞ্জিভূত ক্ষোভ ঝরে,
বিস্মৃত হয় ব্যথা- সময়ের সাথে।
হঠকারিতার মিথ্যা ফাঁদে পা রেখে,
ডুবতে চলি রোজ মৃত্যু পুকুরে।
ফ্ল্যাশ লাইট শত জ্বলে পাড় থেকে,
উৎসাহের চিৎকার উঠে নিরাপদ দূরে।
কানে গোঁজা হেডফোন, চোখে সানগ্লাস;
কুটিল হাসিতে মজা লুটে নির্বুদ্ধিতার।
তামাশা শেষে তাই স্তাবকের হাঁসফাঁস,
পিছুপিছু দ্রুত ছোটে আগামী ঘটনার।
সময়:২৪/০৫/২০১৮, ১৬:১০ মি:
একে একে আস্তে আস্তে।
মনের কোণায় পুঞ্জিভূত ক্ষোভ ঝরে,
বিস্মৃত হয় ব্যথা- সময়ের সাথে।
হঠকারিতার মিথ্যা ফাঁদে পা রেখে,
ডুবতে চলি রোজ মৃত্যু পুকুরে।
ফ্ল্যাশ লাইট শত জ্বলে পাড় থেকে,
উৎসাহের চিৎকার উঠে নিরাপদ দূরে।
কানে গোঁজা হেডফোন, চোখে সানগ্লাস;
কুটিল হাসিতে মজা লুটে নির্বুদ্ধিতার।
তামাশা শেষে তাই স্তাবকের হাঁসফাঁস,
পিছুপিছু দ্রুত ছোটে আগামী ঘটনার।
সময়:২৪/০৫/২০১৮, ১৬:১০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৭/২০১৮
-
সাইদ খোকন নাজিরী ২৬/০৬/২০১৮সুন্দর কবিতা।
-
সুরজিৎ সী ২৬/০৬/২০১৮অনন্য লেখনী
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৬/২০১৮বাস্তবতার সুন্দর উপস্থাপন ।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৬/২০১৮ভালো লাগলো।
ধন্যবাদ জানাই কবিকে।