স্বভাব (অনুকবিতা-০৮)
লজ্জা আমার নেই রে মনে,
তাইতো কাঁদাই আপন।
স্বার্থের ধাক্কায় গর্তে ফেলি,
মা, ভাই ও বোন!
বেইমানি শত নেই রে হিসাব
তাইতো বাঁচি ভয়ে।
পরের দয়ায় প্রাণটা হাতে
জীবন চলে সয়ে।
সময়:২০/০৪/২০১৮, ০৬:৩৩ মি:
তাইতো কাঁদাই আপন।
স্বার্থের ধাক্কায় গর্তে ফেলি,
মা, ভাই ও বোন!
বেইমানি শত নেই রে হিসাব
তাইতো বাঁচি ভয়ে।
পরের দয়ায় প্রাণটা হাতে
জীবন চলে সয়ে।
সময়:২০/০৪/২০১৮, ০৬:৩৩ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর পাণ্ডে ০৬/০৫/২০১৮সার্থক অনুকবিতা।
-
কামরুজ্জামান সাদ ০৫/০৫/২০১৮ভাল লেগেছে।
-
পি পি আলী আকবর ০৫/০৫/২০১৮ভালো লেগেছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৫/২০১৮দারুন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৫/২০১৮অতুলনীয়...
কাব্য////////////////