সোজাসুজি
সোজাসুজি;
সময় আগত একসাথে কাজ করার,
ন্যায়-অন্যায়ের পক্ষ-বিপক্ষ নেয়ার।
মাঝামাঝি;
আরামে বসে টিভির রিমোট হাতে,
দিন শেষ দীর্ঘশ্বাস ফেলে বুক চাপরাতে।
আঁকাবাঁকা;
পথের কোণে বৃদ্ধ বট গাছের ছায়ায়,
নেষার ঘুমেই যৌবনটা পার হচ্ছে হায়!
ন্যাঁকাবোকা;
ভণিতা করে বেঁচে থাকি আপোষের সাথে,
অন্যায় লঘুতার নিষ্পেষণে মহানতা মুখে।
সময়:১৯/০৪/২০১৮, ১০:৫১ মি:
সময় আগত একসাথে কাজ করার,
ন্যায়-অন্যায়ের পক্ষ-বিপক্ষ নেয়ার।
মাঝামাঝি;
আরামে বসে টিভির রিমোট হাতে,
দিন শেষ দীর্ঘশ্বাস ফেলে বুক চাপরাতে।
আঁকাবাঁকা;
পথের কোণে বৃদ্ধ বট গাছের ছায়ায়,
নেষার ঘুমেই যৌবনটা পার হচ্ছে হায়!
ন্যাঁকাবোকা;
ভণিতা করে বেঁচে থাকি আপোষের সাথে,
অন্যায় লঘুতার নিষ্পেষণে মহানতা মুখে।
সময়:১৯/০৪/২০১৮, ১০:৫১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌরভ ভূঞ্যা ০৩/০৫/২০১৮দারুন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৪/২০১৮বাহ!
-
মোঃ ফাহাদ আলী ২৭/০৪/২০১৮সোজাই সুন্দর।
-
পবিত্র চক্রবর্তী ২৭/০৪/২০১৮খুব ভালো