ফাঁদ
ছারপোকার দল, মাথা খায় ছিঁড়ে;
কুটকুট করে কুরেকুরে।
আমি জানি-বুঝি, তবুও মজ্জাহীন অলসতা
ঠাস ঠাস তালি দিয়ে লিখে ভরে খাতা...
রহস্য-রোমাঞ্চকর-মুচমুচে-ফোলাফাঁপা,
রঙ মুখে সন্ত সেজে বিশ্ববিজ্ঞ খ্যাপা।
ছারপোকার দল, পাতা খায় ছিঁড়ে;
কুচকুচ করে কুরেকুরে।
খুঁচিয়ে খুঁটিয়ে লেখা ক্ষতের ইতিহাস
একচোখা স্বার্থান্ধ মহানতার পরিহাস;
ভাগের চিতা বানায় নির্লিপ্ত নি:শব্দে
জ্বলে পুড়ে ছাই হলাম হাতে গড়া ফাঁদে।
সময়:১৭/০৪/২০১৮, ১৩:১৮ মি:
কুটকুট করে কুরেকুরে।
আমি জানি-বুঝি, তবুও মজ্জাহীন অলসতা
ঠাস ঠাস তালি দিয়ে লিখে ভরে খাতা...
রহস্য-রোমাঞ্চকর-মুচমুচে-ফোলাফাঁপা,
রঙ মুখে সন্ত সেজে বিশ্ববিজ্ঞ খ্যাপা।
ছারপোকার দল, পাতা খায় ছিঁড়ে;
কুচকুচ করে কুরেকুরে।
খুঁচিয়ে খুঁটিয়ে লেখা ক্ষতের ইতিহাস
একচোখা স্বার্থান্ধ মহানতার পরিহাস;
ভাগের চিতা বানায় নির্লিপ্ত নি:শব্দে
জ্বলে পুড়ে ছাই হলাম হাতে গড়া ফাঁদে।
সময়:১৭/০৪/২০১৮, ১৩:১৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৮চমৎকার ভাবনা
-
মোঃ ফাহাদ আলী ১৯/০৪/২০১৮সুন্দর লেখনি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৪/২০১৮বেশ
-
পবিত্র চক্রবর্তী ১৯/০৪/২০১৮ভালো লাগলো । পারলে আমার গল্প পড়তে পারেন