অনির্বচনীয়
পার্থক্যটা থেকেই গেলো এখনো প্রাণে,
যতই চেষ্টা করি মুছবার।
আতঙ্কটা জমেই রয়েছে অব্যক্ত মনে,
যতই চেষ্টা করি ঘুমাবার।
সময়টা থেমেই আছে সেই ক্ষণে,
যতই চেষ্টা করি এগোবার।
স্মৃতিটা গেঁথেই আছে শঠের জীবনে,
যতই চেষ্টা করি ভোলাবার।
আঘাতটা দিয়েছে ওরা সে কবেই,
দাগটা মনে করায় বারবার।
শান্তিটা অস্থির চোরা শত্রুর রবেই,
যতই চেষ্টা করি জাগাবার।
সময়:২৩/০১/২০১৮, ১৯:০১ মি:
যতই চেষ্টা করি মুছবার।
আতঙ্কটা জমেই রয়েছে অব্যক্ত মনে,
যতই চেষ্টা করি ঘুমাবার।
সময়টা থেমেই আছে সেই ক্ষণে,
যতই চেষ্টা করি এগোবার।
স্মৃতিটা গেঁথেই আছে শঠের জীবনে,
যতই চেষ্টা করি ভোলাবার।
আঘাতটা দিয়েছে ওরা সে কবেই,
দাগটা মনে করায় বারবার।
শান্তিটা অস্থির চোরা শত্রুর রবেই,
যতই চেষ্টা করি জাগাবার।
সময়:২৩/০১/২০১৮, ১৯:০১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৪/০১/২০১৮খুব ভাল...
-
সাঁঝের তারা ২৪/০১/২০১৮চমৎকার ...
-
শ.ম. শহীদ ২৪/০১/২০১৮দারুণ...
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০১/২০১৮ভালো।