মনোবল
হারিয়ে যাচ্ছি আমি চোখের সামনে,
ক্ষত প্রাণ অবিরত শত অত্যাচারে।
দাউ দাউ জ্বলে মরি অপমান নির্যাতনে,
মার্গ-গৃহত্যাগী আজ আঘাতের জোরে।
জীবন আকাশে উড়ে সতত বিরাজমান,
ঘন কালো বিকট মেঘের আস্তরণ।
সূর্যকিরণ পায়না ফাঁকা আসার স্থান;
চলে উষ্ণ শোণিত আর অজ্ঞতার রণ।
মিথ্যার ফানুশ হাতে পাপীর উন্মাদনা,
ধাক্কায় লুটে ঘর রোজ প্রতিহিংসায়।
হাঁচড়ে কামড়ে খোঁজে অবিশ্বাসী সোনা;
ভিজুক না মাটি একটু গরল ধারায়।
হারিয়ে যাচ্ছে আমি চোখের সামনে,
আস্তে ধিরে একাকীত্বে লাঞ্ছনা অসন্মানে।
অন্ত:শত্রুতার পাশে পড়শীর ছোবল,
সর্বহারা করেছে তবু ভাঙ্গিনি মনোবল।
সময়:২৮/১২/২০১৭, ০০:২৯ মি:
ক্ষত প্রাণ অবিরত শত অত্যাচারে।
দাউ দাউ জ্বলে মরি অপমান নির্যাতনে,
মার্গ-গৃহত্যাগী আজ আঘাতের জোরে।
জীবন আকাশে উড়ে সতত বিরাজমান,
ঘন কালো বিকট মেঘের আস্তরণ।
সূর্যকিরণ পায়না ফাঁকা আসার স্থান;
চলে উষ্ণ শোণিত আর অজ্ঞতার রণ।
মিথ্যার ফানুশ হাতে পাপীর উন্মাদনা,
ধাক্কায় লুটে ঘর রোজ প্রতিহিংসায়।
হাঁচড়ে কামড়ে খোঁজে অবিশ্বাসী সোনা;
ভিজুক না মাটি একটু গরল ধারায়।
হারিয়ে যাচ্ছে আমি চোখের সামনে,
আস্তে ধিরে একাকীত্বে লাঞ্ছনা অসন্মানে।
অন্ত:শত্রুতার পাশে পড়শীর ছোবল,
সর্বহারা করেছে তবু ভাঙ্গিনি মনোবল।
সময়:২৮/১২/২০১৭, ০০:২৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৯/০১/২০১৮ভাল লিখেছেন।
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ০৮/০১/২০১৮খুব সুন্দর