www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছদ্ম-মানবতা

নিকষকালো মেঘ ঐ ধেয়ে আসছে,
পাশের পশ্চিমপ্রান্ত থেকে।
চারদিক আঁধার করে আস্তে আস্তে,
আমারই গ্রামের দিকে।


আশংকিত ভীত-সন্ত্রস্ত সুগৃহস্থজীবন,
ভেগে যেতে চায়।
প্রতিরোধহীন দ্রুত প্রস্থান যেদিকে আপন,
সবকিছু হল নয়-ছয়।


আমি লিখে চলি চাটু মহাকাব্যগাঁথা,
ধ্বংসলীলার মহৎ গুণ।
কল্পনাশ্রিত অতিরঞ্জিত, সব গুপ্ত সত্যতা-
পর্যায়ক্রমিক আবেশিত ফাগুন।


লুকিয়ে ছাপানো কোটি পবিত্রের দীর্ঘশ্বাস,
আমার লেখায় রূপকথা।
ঝড় আসে বিষ হাতে ভাঙ্গে বিশ্বাস,
খিলখিল করে ছদ্ম-মানবতা।



সময়:২৫/১১/২০১৭, ০৬:২৮ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এন আই পারভেজ ৩০/১২/২০১৭
    অপূর্ব।
  • মধু মঙ্গল সিনহা ২৯/১২/২০১৭
    ভালো লাগলো।
  • সাঁঝের তারা ২৮/১২/২০১৭
    ভালো
  • ভালো।
 
Quantcast