বিপ
(১)
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
তবুও এ অলস বিবেক, নিস্কর্মা নি:শ্চুপ
প্রতিবাদ না করে মেনে নেয় অন্যায়।
জান বাঁচাতে আমায় বলে-
"চুপচাপ,,, চুপচাপ,,,"
(২)
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
কিন্তু মহৎ জ্ঞানের ছাল চামড়া ছাড়িয়ে
টক-ঝাল-মিষ্টি মশলা সহযোগে
আচার বানিয়ে ছাদে শুকাই।
আর, অবসরে রসিয়ে রসিয়ে খাই
সক্কলকেও খাওয়াই।
(৩)
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
এ ভন্ড ভাবের রাজ্য-প্রজা-নীতি,
একটু ফাঁক পেলেই করে গুঁতোগুঁতি।
আর আমি টিভি-ফ্যান-ইন্টারনেট চালিয়ে
নাকে-মুখে-পেটে খবর গুঁজে,
সন্ধ্যার বিতর্ক আড্ডায় বমি করি-
"ওয়াক,,, ওয়াক,,,"
(৪)
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
না বের হয় কাজে, না মুখে।
শুধু পাশ ফিরে শুয়ে থাকি বিছানায়,
ঠুনকো আত্মদম্ভের নেষার হ্যাংওভারে।
হঠাৎ ভুঁড়িটা সামলে বাজারের থলে হাতে
সিগারেট মুখে কচি পাঁঠা হত্যা করে,
দুপুরের খাবার খেতে খেতে বলি-
"ইয়াম্মি,,, ইয়াম্মি,,,"
সময়:০৩/১১/২০১৭, ১৩:৫১ মি:
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
তবুও এ অলস বিবেক, নিস্কর্মা নি:শ্চুপ
প্রতিবাদ না করে মেনে নেয় অন্যায়।
জান বাঁচাতে আমায় বলে-
"চুপচাপ,,, চুপচাপ,,,"
(২)
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
কিন্তু মহৎ জ্ঞানের ছাল চামড়া ছাড়িয়ে
টক-ঝাল-মিষ্টি মশলা সহযোগে
আচার বানিয়ে ছাদে শুকাই।
আর, অবসরে রসিয়ে রসিয়ে খাই
সক্কলকেও খাওয়াই।
(৩)
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
এ ভন্ড ভাবের রাজ্য-প্রজা-নীতি,
একটু ফাঁক পেলেই করে গুঁতোগুঁতি।
আর আমি টিভি-ফ্যান-ইন্টারনেট চালিয়ে
নাকে-মুখে-পেটে খবর গুঁজে,
সন্ধ্যার বিতর্ক আড্ডায় বমি করি-
"ওয়াক,,, ওয়াক,,,"
(৪)
বিপ বিপ, বিপ বিপ,,,
কত নিষিদ্ধ শব্দ মাথায় ঘুরপাক খায়।
না বের হয় কাজে, না মুখে।
শুধু পাশ ফিরে শুয়ে থাকি বিছানায়,
ঠুনকো আত্মদম্ভের নেষার হ্যাংওভারে।
হঠাৎ ভুঁড়িটা সামলে বাজারের থলে হাতে
সিগারেট মুখে কচি পাঁঠা হত্যা করে,
দুপুরের খাবার খেতে খেতে বলি-
"ইয়াম্মি,,, ইয়াম্মি,,,"
সময়:০৩/১১/২০১৭, ১৩:৫১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সংকেত ০৯/১২/২০১৭NiCe
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১২/২০১৭ভালো।
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০৭/১২/২০১৭ভালো লাগল।যথাযথ কাব্যিক শৈলীর প্রকাশ করেছেন কবি। ধন্যবাদ--