রাজা ওঝা আর কবি
রাজার মুখে খই ফোটে
মানবতাবাদ, সাম্যবাদ, প্রজাতন্ত্র, গণতন্ত্র
ব্লা ব্লা ব্লা,,,
আর পাশে বসে থাকা হুলো বেড়াল
মুচকি মুচকি হাসে,
যেন ভাজা মাছটি উল্টেই খেতে জানেনা!
নিষ্ঠুর রক্তক্ষয়ী হাড্ডাহাড্ডি লড়াইতে
নীতি-শান্তি বুলি ধুলিস্যাৎ এক নিমিষে
ফুঁ, ফুঁ, ফুঁ,,,
আর ওঝারা দুধ কলা দিনরাত পোষে
বিষাক্ত বিষাক্ত কালসাপ,
ভাবে তাঁদের রক্ষা করবে ভবিষ্যতে!
চারিদিক নিকষ অন্ধকারে নিস্তব্ধ
অভুক্ত পেটের তীক্ষ্ণ আর্তনাদ
হুঁ, হুঁ, হুঁ,,,
আর রাজকবির লেখা চাটুমহাবীরগাঁথা
বলে- "শৃগালের এ আওয়াজ
জয়ধ্বনি দিচ্ছে চাঁদের আলোতে!"
সময়:১৭/১০/২০১৭, ০৩:০৭ মি:
মানবতাবাদ, সাম্যবাদ, প্রজাতন্ত্র, গণতন্ত্র
ব্লা ব্লা ব্লা,,,
আর পাশে বসে থাকা হুলো বেড়াল
মুচকি মুচকি হাসে,
যেন ভাজা মাছটি উল্টেই খেতে জানেনা!
নিষ্ঠুর রক্তক্ষয়ী হাড্ডাহাড্ডি লড়াইতে
নীতি-শান্তি বুলি ধুলিস্যাৎ এক নিমিষে
ফুঁ, ফুঁ, ফুঁ,,,
আর ওঝারা দুধ কলা দিনরাত পোষে
বিষাক্ত বিষাক্ত কালসাপ,
ভাবে তাঁদের রক্ষা করবে ভবিষ্যতে!
চারিদিক নিকষ অন্ধকারে নিস্তব্ধ
অভুক্ত পেটের তীক্ষ্ণ আর্তনাদ
হুঁ, হুঁ, হুঁ,,,
আর রাজকবির লেখা চাটুমহাবীরগাঁথা
বলে- "শৃগালের এ আওয়াজ
জয়ধ্বনি দিচ্ছে চাঁদের আলোতে!"
সময়:১৭/১০/২০১৭, ০৩:০৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৫/১১/২০১৭বাস্তব চিত্র
-
সোলাইমান ২৫/১১/২০১৭অপূর্ব! মুগ্ধতা রেখে গেলাম। শুভেচ্ছা প্রিয় কবি।।।।