বিস্মৃত গর্ভধারিণী মা
ইয়া মস্ত বড় বাড়ি, অনেক ঘর
কিন্তু মা আমার একা থাকে
এক পাশে, যেন অচেনা পর।
চারদিক টিপটপ, ঝাঁ চকচক
সাথে এল.ই.ডি আলোর ঝকমক;
বাথরুমেও সুগন্ধি ফ্রেশনার ঝোলে
কিন্তু তাঁর দিন কাটে নাইট বাল্বে।
পোষ্য প্রাণিটাও কত আদরের,
খায় দায় নিশ্চন্তে ঘুরে বেড়ায়
এ ঘর থেকে ও ঘর!
ঐদিকে ঠাকুরমা বসে অপেক্ষায়
এক ঘরে এক কোণায়,,,
কখন নাতি-নাতনী একবারটি আসবে
হাসি মুখে পড়াশোনার শেষে;
তখন গল্প বলা অতীত কষ্টের।
সকলকে করা স্ব-হাস্য উপকার
সত্যিকারের নি:স্বার্থ রক্তদান
(সেল্ফির আলতো ক্লিকে ভাইরাল)
লাইক-কমেন্টস হাজার হাজার
ছিনিয়ে নেয়া সমাজের টাটকা সন্মান।
আজ, ২৪x৭ কম পরে যায়
এ মহাব্যাস্ত জীবনের ফাঁকে;
সবার মঙ্গল করতে করতে
বিস্মৃত হায়! নিজ গর্ভধারিণী মাকে।
সময়:১৫/১০/২০১৭, ০০:০৪ মি:
কিন্তু মা আমার একা থাকে
এক পাশে, যেন অচেনা পর।
চারদিক টিপটপ, ঝাঁ চকচক
সাথে এল.ই.ডি আলোর ঝকমক;
বাথরুমেও সুগন্ধি ফ্রেশনার ঝোলে
কিন্তু তাঁর দিন কাটে নাইট বাল্বে।
পোষ্য প্রাণিটাও কত আদরের,
খায় দায় নিশ্চন্তে ঘুরে বেড়ায়
এ ঘর থেকে ও ঘর!
ঐদিকে ঠাকুরমা বসে অপেক্ষায়
এক ঘরে এক কোণায়,,,
কখন নাতি-নাতনী একবারটি আসবে
হাসি মুখে পড়াশোনার শেষে;
তখন গল্প বলা অতীত কষ্টের।
সকলকে করা স্ব-হাস্য উপকার
সত্যিকারের নি:স্বার্থ রক্তদান
(সেল্ফির আলতো ক্লিকে ভাইরাল)
লাইক-কমেন্টস হাজার হাজার
ছিনিয়ে নেয়া সমাজের টাটকা সন্মান।
আজ, ২৪x৭ কম পরে যায়
এ মহাব্যাস্ত জীবনের ফাঁকে;
সবার মঙ্গল করতে করতে
বিস্মৃত হায়! নিজ গর্ভধারিণী মাকে।
সময়:১৫/১০/২০১৭, ০০:০৪ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন আই পারভেজ ০২/০১/২০১৮চমৎকার।
-
সোলাইমান ২৫/১১/২০১৭দারুন লিখেছেন প্রিয় কবি। শ্রদ্ধা ভালোবাসা ও অনেক অনেক শুভকামনা রইল।...
-
রাফি বিন শাহাদৎ ২৪/১১/২০১৭ভাল লাগল
-
সাঁঝের তারা ২৩/১১/২০১৭মর্মস্পর্শী - খুব সুন্দর
-
সুজয় সরকার ২৩/১১/২০১৭হৃদয়ছোঁয়া নির্মম সত্যি কথা