আবোলতাবোল মাথামুণ্ডুহীন
(১)
কথার তেলে ভাজা
খেতেও দারুন মঝা;
শুধু সময় খায় না, খায় না,,,
(২)
পা চাটার চটপটি
কাঁদায় মানুষ শত কোটি;
শুধু মন মানে না, মানে না,,,
(৩)
তোষামোদি বস্তা ভর্তি
ঘৃণা বাঁধে আঁটি আঁটি;
শুধু আপন ভালোবাসে না, বাসে না,,,
(৪)
অহিংসা মন্ত্রের মাতলামি
মুখে ছড়াই তবু আমি-তুমি;
শুধু জীবন বোঝেনা, বোঝেনা,,,
(৫)
কচি-বুড়াদের কত কচকচানি
একটুতেই লাগায় হানাহানি;
শুধু চোখ দেখেনা, দেখেনা,,,
সময়:১৪/১০/২০১৭, ০০:২৬ মি:
কথার তেলে ভাজা
খেতেও দারুন মঝা;
শুধু সময় খায় না, খায় না,,,
(২)
পা চাটার চটপটি
কাঁদায় মানুষ শত কোটি;
শুধু মন মানে না, মানে না,,,
(৩)
তোষামোদি বস্তা ভর্তি
ঘৃণা বাঁধে আঁটি আঁটি;
শুধু আপন ভালোবাসে না, বাসে না,,,
(৪)
অহিংসা মন্ত্রের মাতলামি
মুখে ছড়াই তবু আমি-তুমি;
শুধু জীবন বোঝেনা, বোঝেনা,,,
(৫)
কচি-বুড়াদের কত কচকচানি
একটুতেই লাগায় হানাহানি;
শুধু চোখ দেখেনা, দেখেনা,,,
সময়:১৪/১০/২০১৭, ০০:২৬ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৩/১১/২০১৭সুন্দর
-
সাইদুর রহমান ২৩/১১/২০১৭খুব সুন্দর।
-
সাঁঝের তারা ২৩/১১/২০১৭খুব ভালো ...
-
মনোবর ২২/১১/২০১৭মঝা---টা মজা করে দিতে পারেন।
-
সুজয় সরকার ২২/১১/২০১৭এমন আবোলতাবোল আরও লিখুন