জ্ঞানপাপীর ক্যালকুলেশনের ভুল
সমস্ত ক্যালকুলেশন আজ নড়বড়ে
ছিটেল অনুভূতির কাছে।
কারন জুরাসিক যুগের পরে
মেটেরয়েডস আর আঘাত হানেনি মাটিতে।
বন্য নিয়মের রক্তক্ষয়ী লড়াই
এতটুকু পাল্টায়নি এখনো।
কারন রাজ্য-নাম-ক্ষমতা বৃদ্ধির নেষাই
জ্ঞানপাপীকে ঘনঘন দেয় জন্ম।
বৃদ্ধ বয়সের পরিতাপে শান্তির বাণী
সবই কী ধুঁয়ে যায় পাপ?
গরম রক্তের হিংস্রতায় করা শয়তানি
এ পৃথিবীর এক শাশ্বত শাপ।
কিন্তু ভুলছি কেন! পৃথিবীর ঘূর্ণন,
মহাসাগরীয় প্লেটের শ্লথ নড়া,
আলোর পথ চলা, সূর্যের ফিউশন-ফিশন,
পরিবর্তনশীল পরিবেশের নিয়ত পাতা ঝড়া।
সময়:১৩/১০/২০১৭, ১১:৪৯ মি:
ছিটেল অনুভূতির কাছে।
কারন জুরাসিক যুগের পরে
মেটেরয়েডস আর আঘাত হানেনি মাটিতে।
বন্য নিয়মের রক্তক্ষয়ী লড়াই
এতটুকু পাল্টায়নি এখনো।
কারন রাজ্য-নাম-ক্ষমতা বৃদ্ধির নেষাই
জ্ঞানপাপীকে ঘনঘন দেয় জন্ম।
বৃদ্ধ বয়সের পরিতাপে শান্তির বাণী
সবই কী ধুঁয়ে যায় পাপ?
গরম রক্তের হিংস্রতায় করা শয়তানি
এ পৃথিবীর এক শাশ্বত শাপ।
কিন্তু ভুলছি কেন! পৃথিবীর ঘূর্ণন,
মহাসাগরীয় প্লেটের শ্লথ নড়া,
আলোর পথ চলা, সূর্যের ফিউশন-ফিশন,
পরিবর্তনশীল পরিবেশের নিয়ত পাতা ঝড়া।
সময়:১৩/১০/২০১৭, ১১:৪৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২২/১১/২০১৭আপনার উপলব্ধির দারুন সুন্দর কাব্যায়নে মেধার প্রকাশ।।।।।
-
সাঁঝের তারা ২১/১১/২০১৭বেশ ভাল ...
-
সাইয়িদ রফিকুল হক ২১/১১/২০১৭বাঃ
-
সুজয় সরকার ২১/১১/২০১৭কবিতার কোনো বিজ্ঞান হয় কিনা জানিনা তবে বিজ্ঞানের যে কবিতা হয় আরও একবার তার প্রমাণ পেলাম।আপনাকে ধন্যবাদ যে আপনি দেখালেন যে কবিতা লিখতে গেলে বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান থাকাটাও জরুরি।