চিত্তদূষন
চিত্তদূষন যেন আমার রন্ধ্রে রন্ধ্রে,
তবুও মানতেই নারাজ, ঊহু!
স্বদম্ভে চিৎকার করি মহানন্দে
এটা-ওটা চলবেনা উৎসবে, প্রভু।
জল, বায়ু, মাটি, শব্দ থেকে
দৃশ্য, বাক্য, কর্ম, নীতি-
দূষন তো আজকাল সবারই পিঠে;
ঘুরে উড়ে বেড়ায়, ইত্যাদি।
জানি-বুঝি সব, তবুও অস্বীকারী,
ক্ষণিকের শত নির্মল নিস্পাপ হাসি।
নির্লজ্জ বেহায়া আমি পুণ্য হত্যাকারী,
ইর্ষা তিলক পরে স্নেহ দিই ফাঁসি।
সময়:১১/১০/২০১৭, ২১:৩০ মি:
তবুও মানতেই নারাজ, ঊহু!
স্বদম্ভে চিৎকার করি মহানন্দে
এটা-ওটা চলবেনা উৎসবে, প্রভু।
জল, বায়ু, মাটি, শব্দ থেকে
দৃশ্য, বাক্য, কর্ম, নীতি-
দূষন তো আজকাল সবারই পিঠে;
ঘুরে উড়ে বেড়ায়, ইত্যাদি।
জানি-বুঝি সব, তবুও অস্বীকারী,
ক্ষণিকের শত নির্মল নিস্পাপ হাসি।
নির্লজ্জ বেহায়া আমি পুণ্য হত্যাকারী,
ইর্ষা তিলক পরে স্নেহ দিই ফাঁসি।
সময়:১১/১০/২০১৭, ২১:৩০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২০/১১/২০১৭সুন্দর শব্দ আর ভাবের অনবদ্য মিশেল। চমৎকার। মুগ্ধতা রেখে গেলাম কবির পাতায়। ভালো থাকুন কবি। আন্তরিক শ্রদ্ধা আর ভালোবাসা জানাই।
-
কামরুজ্জামান সাদ ২০/১১/২০১৭অপূর্ব কথামালা।
-
মীর মুহাম্মাদ আলী ২০/১১/২০১৭সুন্দর
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ১৯/১১/২০১৭অন্তিম স্তবক টা অদ্ভুত সুন্দর লাগলো।
-
ন্যান্সি দেওয়ান ১৯/১১/২০১৭Good.
-
অপূর্ব দেব ১৯/১১/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১১/২০১৭ভালো লাগলো।