ছদ্ম চোখের ছন্দ
স্বপ্ন দেখা মিথ্যে রাত্রিগুলি
এখনো মনের কোণাকোণি
চালায় গুলি।
অনবরত, কত কথার শব্দ
একধারে এসে পাশাপাশি,
আমায় করে বেশ জব্দ।
রক্তের জোর আস্তে আস্তে
ধীর স্থির হয় সময় কেটে;
ভেলাতে ভাসাই ব্যর্থতাতে।
সাম্য-জগৎ কথার ছন্দ
সবই ভালো আজ...
শুধু চোখটা ছদ্ম।
সময়:২৯/০৯/২০১৭, ১১:৪৮ মি:
এখনো মনের কোণাকোণি
চালায় গুলি।
অনবরত, কত কথার শব্দ
একধারে এসে পাশাপাশি,
আমায় করে বেশ জব্দ।
রক্তের জোর আস্তে আস্তে
ধীর স্থির হয় সময় কেটে;
ভেলাতে ভাসাই ব্যর্থতাতে।
সাম্য-জগৎ কথার ছন্দ
সবই ভালো আজ...
শুধু চোখটা ছদ্ম।
সময়:২৯/০৯/২০১৭, ১১:৪৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৮/১১/২০১৭ভাল লাগল
-
কামরুজ্জামান সাদ ০৮/১১/২০১৭বেশ!
-
Tanju H ০৭/১১/২০১৭অনন্য!!
-
সোলাইমান ০৭/১১/২০১৭বেশ ভাল হয়েছে কাব্য ।
কবিকে শুভেচ্ছা ও প্রীতি, ভাল থাকুন প্রতিনিয়ত । -
সাইয়িদ রফিকুল হক ০৭/১১/২০১৭বেশ।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৭/১১/২০১৭অনেক ভাল অনুভব ।