মানবিকতার বহুরূপতা
মাকে পাঠিয়েছি বৃদ্ধাশ্রম;
তাই উদার এখন মন।
বাড়ি বাড়ি গিয়ে কষ্ট খুঁজে
ঔষধটা দিই বুঝে।
মাকে দিইনি ঘর;
তাই জানা আছে মানবাধিকার।
বুক থাপড়াই পড়শির ব্যাথায়
ভবিষ্যৎ করে অসহায়।
মাকে দিইনা ভাত-কাপড়;
খোঁজ নিইনা; আজ সে পর।
বাঁধি ঘর নিজ সঞ্চয় ভেঙ্গে
আজীবন অকৃতজ্ঞের সঙ্গে।
সময়:২৩/০৯/২০১৭, ১৫:৪১ মি:
তাই উদার এখন মন।
বাড়ি বাড়ি গিয়ে কষ্ট খুঁজে
ঔষধটা দিই বুঝে।
মাকে দিইনি ঘর;
তাই জানা আছে মানবাধিকার।
বুক থাপড়াই পড়শির ব্যাথায়
ভবিষ্যৎ করে অসহায়।
মাকে দিইনা ভাত-কাপড়;
খোঁজ নিইনা; আজ সে পর।
বাঁধি ঘর নিজ সঞ্চয় ভেঙ্গে
আজীবন অকৃতজ্ঞের সঙ্গে।
সময়:২৩/০৯/২০১৭, ১৫:৪১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃইস্রাফিল হোসেন ০৫/১১/২০১৭বেশ লাগল
-
সোলাইমান ০৫/১১/২০১৭শুভকামনা রইল
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১১/২০১৭সুন্দর!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/১১/২০১৭ভালো।
-
সুজয় সরকার ০৪/১১/২০১৭বন্ধু আপনার কবিতার বিষয় চমৎকার।তবে অন্তমিলগুলো যথাযথ নয় আর যেহেতু আপনি ছন্দে লেখেন তাই ছন্দভঙ্গের শব্দ বড়ই কানে লাগে।