স্বভাব (অনুকবিতা-০৪)
আবেগের তার কাঁটা কেটে দেয় মন,
রক্ত কত না ঝরে ঝড়ে তবুও জীবন,
অনন্ত বসন্ত রাতে পালাই অচেনায়,
সুখ-দু:খ ইতিহাস আগুনে জ্বলে যায়।
সংখ্যাটা বাড়ে কমে আশেপাশে ঘরে,
চিৎকারী ছদ্ম-আদর্শ বর্ষ ভরে ঘোরে,
স্মৃতির অসৎ বৃহৎ আঘাতের দাগ,
রুদ্ধ করে মারে মরে সোনার এ বাগ।
সময়:১৬/০৯/২০১৭, ১১:৩৯ মি:
রক্ত কত না ঝরে ঝড়ে তবুও জীবন,
অনন্ত বসন্ত রাতে পালাই অচেনায়,
সুখ-দু:খ ইতিহাস আগুনে জ্বলে যায়।
সংখ্যাটা বাড়ে কমে আশেপাশে ঘরে,
চিৎকারী ছদ্ম-আদর্শ বর্ষ ভরে ঘোরে,
স্মৃতির অসৎ বৃহৎ আঘাতের দাগ,
রুদ্ধ করে মারে মরে সোনার এ বাগ।
সময়:১৬/০৯/২০১৭, ১১:৩৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ৩০/১০/২০১৭অপূর্ব ছন্দ ।
-
মধু মঙ্গল সিনহা ৩০/১০/২০১৭ভালো লাগল।
-
আজাদ আলী ৩০/১০/২০১৭Baah
-
রায়হান আজিজ ৩০/১০/২০১৭বাহ