খোকা জেগে উঠে বস
জেগে উঠ আজ।
আর কত দেরি? সকালটা শেষে এখন বেলা!
তবুও শুয়ে? গুঁজিস মাথা, কীসের লাজ!
ভয় কেন প্রাণে দিনের বেলা?
জেগে উঠ আজ।
আর কত দেরি? দেখ পড়শী ঘরে আগুন!
"কিছু হবেনা"- দু'চোখ বুঁজে; দিলিনা টুঁ-আওয়াজ!
আর্তনাদ কানে আসেনি? গেলি শান্তির গান গুনগুন!
খোকা উঠে বস।
করিস না দেরি? আতশের ছাই চারদিকে উড়ে!
"বাকি নেই আর গৃহদাহতে"- এটাই কী তুই চাস?
এখন বাঁচার যুদ্ধ ভোরে? যখন যাচ্ছিসই হায় মরে!
সময়:২৭/০৮/২০১৭, ০২:৫৭ মি:
আর কত দেরি? সকালটা শেষে এখন বেলা!
তবুও শুয়ে? গুঁজিস মাথা, কীসের লাজ!
ভয় কেন প্রাণে দিনের বেলা?
জেগে উঠ আজ।
আর কত দেরি? দেখ পড়শী ঘরে আগুন!
"কিছু হবেনা"- দু'চোখ বুঁজে; দিলিনা টুঁ-আওয়াজ!
আর্তনাদ কানে আসেনি? গেলি শান্তির গান গুনগুন!
খোকা উঠে বস।
করিস না দেরি? আতশের ছাই চারদিকে উড়ে!
"বাকি নেই আর গৃহদাহতে"- এটাই কী তুই চাস?
এখন বাঁচার যুদ্ধ ভোরে? যখন যাচ্ছিসই হায় মরে!
সময়:২৭/০৮/২০১৭, ০২:৫৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১০/২০১৭সুন্দর!
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৮/১০/২০১৭খুব সুন্দর
-
সোলাইমান ২৮/১০/২০১৭খুব ভাল লিখেছেন।আরো ভাল আশা করছি
-
আজাদ আলী ২৮/১০/২০১৭Valo
-
সাঁঝের তারা ২৭/১০/২০১৭ভালো