স্বভাব (অনুকবিতা-০৩)
শরীর আমার দয়ার,
রঙ্গিন নেষায় স্বপ্ন দেখি
ত্যাগের মালা পরার!
বুকটা কাটার দাগ,
কড়া মেকআপে চায় লুকাতে
যেন হয়নি কিছুই ভাব!
স্বভাব নরম নাদুস,
মারার চেয়ে মরাই ভালো
তাতেই সবাই খুশ!
সামনে আমার ঘর,
আহূতরা ধীরে দখল করছে
আজ আমিই দূয়ারে পর!
সময়:২৩/০৮/২০১৭, ১৬:০৩ মি:
রঙ্গিন নেষায় স্বপ্ন দেখি
ত্যাগের মালা পরার!
বুকটা কাটার দাগ,
কড়া মেকআপে চায় লুকাতে
যেন হয়নি কিছুই ভাব!
স্বভাব নরম নাদুস,
মারার চেয়ে মরাই ভালো
তাতেই সবাই খুশ!
সামনে আমার ঘর,
আহূতরা ধীরে দখল করছে
আজ আমিই দূয়ারে পর!
সময়:২৩/০৮/২০১৭, ১৬:০৩ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।