ভীতু মনের কথা
(১)
মন খুলে কথা বলতেই পারিনা,
ভয় হয় কত সম্পর্ক ভাঙ্গার।
গুমরে কাঁদি মুখের হাসিতে সামনে,
সবাই ভাবে- আমি এক ভীতু অঙ্গার!
(২)
জ্বলতে গিয়েও নিভে যাওয়া রোজ,
ভাই-বন্ধুরা হেসে পায়ে চাপে!
আত্মার ছাই মোক্ষের খোঁজে জলে,
চলে, অচেনার হাতে প্রিয় সন্তান সপে!
(৩)
একতা বিহীন বৈচিত্র্যর উৎসব যত,
স্বার্থসিদ্ধির বাঁটোয়ারায় মত্ত চুপিচুপি!
বীরপুরুষ খোকা সত্তর বছর বৃদ্ধ,
সিংহাসন পেতে করছে লাল আঁকিবুঁকি!
সময়:১৮/০৮/২০১৭, ১৪:১৯ মি:
মন খুলে কথা বলতেই পারিনা,
ভয় হয় কত সম্পর্ক ভাঙ্গার।
গুমরে কাঁদি মুখের হাসিতে সামনে,
সবাই ভাবে- আমি এক ভীতু অঙ্গার!
(২)
জ্বলতে গিয়েও নিভে যাওয়া রোজ,
ভাই-বন্ধুরা হেসে পায়ে চাপে!
আত্মার ছাই মোক্ষের খোঁজে জলে,
চলে, অচেনার হাতে প্রিয় সন্তান সপে!
(৩)
একতা বিহীন বৈচিত্র্যর উৎসব যত,
স্বার্থসিদ্ধির বাঁটোয়ারায় মত্ত চুপিচুপি!
বীরপুরুষ খোকা সত্তর বছর বৃদ্ধ,
সিংহাসন পেতে করছে লাল আঁকিবুঁকি!
সময়:১৮/০৮/২০১৭, ১৪:১৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭
-
মধু মঙ্গল সিনহা ২৩/১০/২০১৭বেশ সুন্দর।
মুগ্ধতা একরাশ,
শুভেচ্ছা জানবেন কবি।।