অনুসংগ্রাম আর আরাম
(১)
এইতো কিছুক্ষণের জীবন।
অণুজীব হয়েও লড়াই করি আমরণ
অন্য জীবাণুর বিরুদ্ধে।
শান্তির ভিক্ষা নয়, অণুঅস্ত্র হাতে
লড়াই চলবেই, হবো না পরাজিত।
তারপর আমি প্রকৃতি নির্বাচিত।
(২)
এইতো আরামের জীবন।
লড়াইহীন শান্তি-ত্যাগের আত্মসমর্পণ,
অন্যায়ের পায়ে চিরকাল মাথানিচু।
নীতিকথা, রণহুংকার যত কিছু
চিড় ধরে ফ্যাকাসে বৈচিত্রের স্পর্শে।
আজ ভুত জন্মায় ঐ যেখানে সর্ষে।
সময়:১৪/০৭/২০১৭, ১০:২৪ মি:
এইতো কিছুক্ষণের জীবন।
অণুজীব হয়েও লড়াই করি আমরণ
অন্য জীবাণুর বিরুদ্ধে।
শান্তির ভিক্ষা নয়, অণুঅস্ত্র হাতে
লড়াই চলবেই, হবো না পরাজিত।
তারপর আমি প্রকৃতি নির্বাচিত।
(২)
এইতো আরামের জীবন।
লড়াইহীন শান্তি-ত্যাগের আত্মসমর্পণ,
অন্যায়ের পায়ে চিরকাল মাথানিচু।
নীতিকথা, রণহুংকার যত কিছু
চিড় ধরে ফ্যাকাসে বৈচিত্রের স্পর্শে।
আজ ভুত জন্মায় ঐ যেখানে সর্ষে।
সময়:১৪/০৭/২০১৭, ১০:২৪ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭কী অনবদ্য সত্য!এত সুন্দর করে লেখা
-
মধু মঙ্গল সিনহা ২২/১০/২০১৭খুব ভালো
-
হাসান হামিদ ২২/১০/২০১৭ভালো লেগেছে
-
সাইয়িদ রফিকুল হক ২২/১০/২০১৭ভালো লাগলো।