স্বভাব (অনুকবিতা-০১)
ঘুমিয়ে থাকাটাই স্বভাব আমার,
সহ্য করে মার।
আয়না বিলাই মরা শহরে,
রোজ চিৎকার করে।
ভেগে যাওয়াটাই স্বভাব আমার,
সহ্য করে হার।
শান্তি ছিটাই ছোঁয়াচে ঘরে
প্রাণ বিক্রি করে।
সময়:০৭/০৭/২০১৭, ০৭:১৮ মি:
সহ্য করে মার।
আয়না বিলাই মরা শহরে,
রোজ চিৎকার করে।
ভেগে যাওয়াটাই স্বভাব আমার,
সহ্য করে হার।
শান্তি ছিটাই ছোঁয়াচে ঘরে
প্রাণ বিক্রি করে।
সময়:০৭/০৭/২০১৭, ০৭:১৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭এরকম অসাধারন লেখার সাথে দিন দিন আরো আরো বেশী পরিচিত হতে চাই ।
-
মধু মঙ্গল সিনহা ২০/১০/২০১৭সুন্দর,
খুব ভালো লাগল।
অনেক শুভেচ্ছা ও ভালবাসা ।