একটি স্বাদস্বাধীনতার কাহিনী
গলায় বাঁধা দড়ি প্রভুর হাতে,
আজ আমরা পথ চলি একসাথে।
নির্ভয়ে নিশ্চন্তে থাকে বিশ্বাসী মন,
কারন মহানের চরণে এ অধম জীবন।
সহৃদয় শরীর তাঁর তাইতো-
পথের অবাধ্য কুকুরকে বাঁচান- লজ্জা নেইতো।
বাঘ, সিংহ, উঠ, গণ্ডার, বিড়াল, ছাগল
পশুপ্রাণের অধিকার রক্ষায় উনি মহাপাগল।
আমি ভাবি-"কী সৌভাগ্য এ হতভাগ্যের!"
হঠাৎ দেখি সন্মুখে আয়োজন মহাযজ্ঞের;
রাজ আদর্শের মতবিরোধে আমার যে প্রাণ
চৌরাস্তায় প্রকাশ্যে বধ করে- তবুও মানব মহান!
শেষে, কেঁটে-ছিঁড়ে-ছুলে হেসে রান্না করে
তেল-ঝাল-মশলায় সুস্বাদু খাদ্য গড়ে
বিলি করে স্বাদস্বাধীনতা হাতে হাতে।
নির্দ্ধিধায় রস্বাস্বাধন করে মানবতাবাদী দাঁতে!
সময়:০১/০৭/২০১৭, ১৮:৪০ মি:
আজ আমরা পথ চলি একসাথে।
নির্ভয়ে নিশ্চন্তে থাকে বিশ্বাসী মন,
কারন মহানের চরণে এ অধম জীবন।
সহৃদয় শরীর তাঁর তাইতো-
পথের অবাধ্য কুকুরকে বাঁচান- লজ্জা নেইতো।
বাঘ, সিংহ, উঠ, গণ্ডার, বিড়াল, ছাগল
পশুপ্রাণের অধিকার রক্ষায় উনি মহাপাগল।
আমি ভাবি-"কী সৌভাগ্য এ হতভাগ্যের!"
হঠাৎ দেখি সন্মুখে আয়োজন মহাযজ্ঞের;
রাজ আদর্শের মতবিরোধে আমার যে প্রাণ
চৌরাস্তায় প্রকাশ্যে বধ করে- তবুও মানব মহান!
শেষে, কেঁটে-ছিঁড়ে-ছুলে হেসে রান্না করে
তেল-ঝাল-মশলায় সুস্বাদু খাদ্য গড়ে
বিলি করে স্বাদস্বাধীনতা হাতে হাতে।
নির্দ্ধিধায় রস্বাস্বাধন করে মানবতাবাদী দাঁতে!
সময়:০১/০৭/২০১৭, ১৮:৪০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/১০/২০১৭অন ব দ্য।
-
আজাদ আলী ১৯/১০/২০১৭Valo
-
মধু মঙ্গল সিনহা ১৯/১০/২০১৭অসাধারণ!!!শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বন্ধু ।ভালো থাকবেন ।
-
রায়হান আজিজ ১৯/১০/২০১৭ভালবাসা রইল