সত্য সেলুকাস
আজ দুঃখ নেই ক্ষণিক যুদ্ধ হারার,
কারন এইতো সময়- আসল ছদ্মবেশী চেনার।
"যারা পিতার খেয়ে মাকে লাথি দেয়,
প্রকাশ্যে হেসে ভাইকে ধাক্কায়- মৃত্যু কুয়ায়।"
জানি প্রতারক, তবুও নিশ্চুপ- মন মানেনা।
ঘরশত্রু ভীষন এত রাস্তায় ছোটে- কেউ দেখেনা!
আমার রাজার হাজার সেপাই- সেই তিনটি বাঁনর
লড়াই চালায় ঢাল-তলোয়ার সঙ্গীহীন- বাকি জীবনভর!
হঠাৎ নামে আদেশ;
জোড়াতালির সিংহাসনে বসে রাজা বলে- "বেশ!
থাম, চুপ, চুপ- এতো মহান ঐক্যের নব বৈচিত্র্য!"
সত্য সেলুকাস- এ দেশ বড়ই বিচিত্র!
সময়:২১/০৬/২০১৭, ২০:১৭ মি:
কারন এইতো সময়- আসল ছদ্মবেশী চেনার।
"যারা পিতার খেয়ে মাকে লাথি দেয়,
প্রকাশ্যে হেসে ভাইকে ধাক্কায়- মৃত্যু কুয়ায়।"
জানি প্রতারক, তবুও নিশ্চুপ- মন মানেনা।
ঘরশত্রু ভীষন এত রাস্তায় ছোটে- কেউ দেখেনা!
আমার রাজার হাজার সেপাই- সেই তিনটি বাঁনর
লড়াই চালায় ঢাল-তলোয়ার সঙ্গীহীন- বাকি জীবনভর!
হঠাৎ নামে আদেশ;
জোড়াতালির সিংহাসনে বসে রাজা বলে- "বেশ!
থাম, চুপ, চুপ- এতো মহান ঐক্যের নব বৈচিত্র্য!"
সত্য সেলুকাস- এ দেশ বড়ই বিচিত্র!
সময়:২১/০৬/২০১৭, ২০:১৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৭/১০/২০১৭রাজার তিনটে বানর - সত্যিই বিচিত্র...খুব ভালো...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/১০/২০১৭বেশ!
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭নীতি শিক্ষার সু্ন্দর কবিতা।ধন্যবাদ।
-
আজাদ আলী ১৬/১০/২০১৭Besh