ব্যর্থ কবিতা
আজ কঠিন ভাবগম্ভীর শব্দ-বাহারে;
ভুলেছি জীবনের সহজ কথাগুলিই, আহারে!
কষ্টের মাঝেও আমৃত্যু রসাস্বাধন চলে,
শুধু ভুলতে চাই সৎ সত্য- আফিমের কোলে!
এক তুড়িতে ভেঙ্গে ফেলি ঘর- ক্ষমতার আবেশে,
শেষে ওস্তাদি মারি ঐ হাভাতা মূর্খের পাশে!
প্রশ্ন উঠে, কেন মনে হয়?
অসহায় নিরস্ত্র মানুষই শান্তির ছড়া গায়!
কত জন্ম হয়, বীরের মৃত্যু শেষে,
সবার ভিন্ন স্বপ্ন বাঁচে কালো ধোঁয়ার পাশে!
কবিতার ছন্দে যদি হিসেব মিলে যেতো,
ভাবছি- তবে কতই না ভালো হতো!
সময়:১৫/০৫/২০১৭, ০২:১১ মি:
ভুলেছি জীবনের সহজ কথাগুলিই, আহারে!
কষ্টের মাঝেও আমৃত্যু রসাস্বাধন চলে,
শুধু ভুলতে চাই সৎ সত্য- আফিমের কোলে!
এক তুড়িতে ভেঙ্গে ফেলি ঘর- ক্ষমতার আবেশে,
শেষে ওস্তাদি মারি ঐ হাভাতা মূর্খের পাশে!
প্রশ্ন উঠে, কেন মনে হয়?
অসহায় নিরস্ত্র মানুষই শান্তির ছড়া গায়!
কত জন্ম হয়, বীরের মৃত্যু শেষে,
সবার ভিন্ন স্বপ্ন বাঁচে কালো ধোঁয়ার পাশে!
কবিতার ছন্দে যদি হিসেব মিলে যেতো,
ভাবছি- তবে কতই না ভালো হতো!
সময়:১৫/০৫/২০১৭, ০২:১১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ১৬/১০/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/১০/২০১৭ভালো।
-
আজাদ আলী ১৩/১০/২০১৭Valo
- অব্যর্থ করার কৌশল জানাবেন।