স্বর্গত্যাগী
শঙ্খ বাজে না আর, আমার বাড়িতে।
শুভ প্রতিবেশী সব ব্যস্ত কাজে, সময় নেই হাতে।
"ভাই, একটু খোঁজ নেয়াও কী অপ্রয়োজন?!"
সন্ধ্যায় বাতিহীন মরা তুলসী প্রদীপ প্রাঙ্গণ।
মাথায় হাত দিয়েই বুক চাপড়াই অনবরত;
তবুও মশাল জ্বলে না মনে- স্বপ্ন সৌভাতৃত্ত্ব!
কত তারাখসা হয়ে জ্বলে ছাই রোজ পাশের ঘরও;
ভাবছি আমি- "বাঁচব এখানেই, ত্যাগ করে নিজ স্বর্গ।"
সময়:২৫/০৪/২০১৭, ১৩:০২ মি:
শুভ প্রতিবেশী সব ব্যস্ত কাজে, সময় নেই হাতে।
"ভাই, একটু খোঁজ নেয়াও কী অপ্রয়োজন?!"
সন্ধ্যায় বাতিহীন মরা তুলসী প্রদীপ প্রাঙ্গণ।
মাথায় হাত দিয়েই বুক চাপড়াই অনবরত;
তবুও মশাল জ্বলে না মনে- স্বপ্ন সৌভাতৃত্ত্ব!
কত তারাখসা হয়ে জ্বলে ছাই রোজ পাশের ঘরও;
ভাবছি আমি- "বাঁচব এখানেই, ত্যাগ করে নিজ স্বর্গ।"
সময়:২৫/০৪/২০১৭, ১৩:০২ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১১/১০/২০১৭কবিকে শুভেচ্ছা । ভাল লেগেছে ।
-
সমির প্রামাণিক ১০/১০/২০১৭পাশের বাড়ির খোঁজ নেওয়া প্রয়োজন বইকি। কবিকে শুভেচ্ছা ।
-
অনিক মজুমদার ১০/১০/২০১৭নিজ স্বর্গ তো তুমিময়!
-
ন্যান্সি দেওয়ান ১০/১০/২০১৭Good.
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১০/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ১০/১০/২০১৭Khub sundar anuvab.
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/১০/২০১৭বেশ ভাল অনুভব ।
-
মুক্তপুরুষ ১০/১০/২০১৭সুন্দর