ঘরছুট পর পাখী
(১)
যা উড়ে যা, পাখী হয়ে।
আমার সাজানো কুঁড়ে ছেড়ে,
কর্মের খোঁজে আর শান্তির লোভে,
সব ব্যথা ভুলে বহু দূরে।
(২)
পরের মাটিতে প্রাসাদ বানিয়ে
বেঁচে থাক, সভ্য জীবনে।
হেসে-খেলে সুখের সংসার নিয়ে
ফিরিস না এই আগুনে।
(৩)
আমি বৃদ্ধ, একা ঘরে বাকিটা অপেক্ষায়
দুর্নীতি জ্বরে রোগে-অনুতাপে মৃত্যুর।
আফসোস-"হল না রোখা, সমাজের ক্ষয়;
কারন ভালো মাথা নেই দেশ শত্রুর।"
সময়:৩০/০৩/২০১৭, ০৯:২৭ মি:
যা উড়ে যা, পাখী হয়ে।
আমার সাজানো কুঁড়ে ছেড়ে,
কর্মের খোঁজে আর শান্তির লোভে,
সব ব্যথা ভুলে বহু দূরে।
(২)
পরের মাটিতে প্রাসাদ বানিয়ে
বেঁচে থাক, সভ্য জীবনে।
হেসে-খেলে সুখের সংসার নিয়ে
ফিরিস না এই আগুনে।
(৩)
আমি বৃদ্ধ, একা ঘরে বাকিটা অপেক্ষায়
দুর্নীতি জ্বরে রোগে-অনুতাপে মৃত্যুর।
আফসোস-"হল না রোখা, সমাজের ক্ষয়;
কারন ভালো মাথা নেই দেশ শত্রুর।"
সময়:৩০/০৩/২০১৭, ০৯:২৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৭/২০২৪valo
-
মুক্তপুরুষ ১০/১০/২০১৭অসাধারণ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/১০/২০১৭সুন্দর