ভাটের ভাব
(১)
এই স্বাদহীন স্বাধীন জীবনের মাঝে
আবোল-তাবোল ভাটের ভাব,
টক-ঝাল-মিষ্টির চটপটি সেজে
বদলাচ্ছে রুচির স্বভাব।
(২)
সাত-সমুদ্র আর তেরো নদীর ওপাড়ে
হতভাগ্যদের ব্যথা;
দুঃখী মাকে বোঝাই জবরদস্তি করে
(তাতে) রইলোই বা কটু কথা।
(৩)
ধুলো জমছে- বিস্মৃত নিজ গৌরব,
(হয়তো) মুছতে আপত্তিই একটু।
আফিম নেষা স্বপ্ন চোখের "ভালো সব"
শুষে নেয়- আগামীর প্রানরক্ত।
(৪)
রাজ্য-প্রজা, আচার-বিচার-খাবার,
শব্দ-গন্ধ, রঙ-কর্ম, দিন-মাস-পক্ষ...
এক পৃথিবীর এত বৈচিত্র্য! তারপর
শুনি আতংকটা শুধু বিশ্বাস-নিরপেক্ষ।
সময়:২৯/০৩/২০১৭, ০৭:৪৩ মি:
এই স্বাদহীন স্বাধীন জীবনের মাঝে
আবোল-তাবোল ভাটের ভাব,
টক-ঝাল-মিষ্টির চটপটি সেজে
বদলাচ্ছে রুচির স্বভাব।
(২)
সাত-সমুদ্র আর তেরো নদীর ওপাড়ে
হতভাগ্যদের ব্যথা;
দুঃখী মাকে বোঝাই জবরদস্তি করে
(তাতে) রইলোই বা কটু কথা।
(৩)
ধুলো জমছে- বিস্মৃত নিজ গৌরব,
(হয়তো) মুছতে আপত্তিই একটু।
আফিম নেষা স্বপ্ন চোখের "ভালো সব"
শুষে নেয়- আগামীর প্রানরক্ত।
(৪)
রাজ্য-প্রজা, আচার-বিচার-খাবার,
শব্দ-গন্ধ, রঙ-কর্ম, দিন-মাস-পক্ষ...
এক পৃথিবীর এত বৈচিত্র্য! তারপর
শুনি আতংকটা শুধু বিশ্বাস-নিরপেক্ষ।
সময়:২৯/০৩/২০১৭, ০৭:৪৩ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পারভেজ এ রহমান ১০/১০/২০১৭ভাল লিখেছেন , চালিয়ে যান|
-
কামরুজ্জামান সাদ ০৯/১০/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/১০/২০১৭ভালো।
-
অমিত শমূয়েল সমদ্দার ০৯/১০/২০১৭ভাল
-
আজাদ আলী ০৯/১০/২০১৭Valo
-
মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭ভালো লাগল।