www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি এক চাটুকার

(১)
আজ মা-ভাই-বোন-স্ত্রী-পূত্র;
কেঁদে চলে রোজ ভাবি ধুরত
"শুধু নাঁকি কান্না সবার।"
আর বুক চাপরাই, করি হায়! হায়!
পরের বাড়ির একটু কথায়,
কারন দয়ার শরীর আমার।


(২)
আজ মা-ভাই-বোন-স্ত্রী-পূত্র;
রোগে ভোগে রোজ, ভাবি- "মরতো,
কেন বিরক্ত করো বারবার?"
আর প্রান ধড়ফড়, চোখে ঘুম নাই
পরের একটু মাথার ব্যথায়,
খুঁজি ঔষধ কী কী দরকার।"


(৩)
আজ মা-ভাই-বোন-স্ত্রী-পূত্র
সবাই মৃত; চিতায় উঠিয়ে জ্বালাই দ্রুত।
ভাবি-"ছাই কী লাগবে আর?"
শেষে চোখের জলে বন্যা নামাই
পরের একটু কাটার খোঁচায়-
জানি, আমি এক চাটুকার।





সময়:২৮/০৩/২০১৭, ১৬:১৩ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো
    • কে. পাল ০৮/১০/২০১৭
      ধন্যবাদ কবি।
      আপনাদের মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      পাশে থাকবেন।
      ভালো থাকুন।
  • আজাদ আলী ০৮/১০/২০১৭
    Valoi
    • কে. পাল ০৮/১০/২০১৭
      ধন্যবাদ কবি।
      আপনাদের মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      পাশে থাকবেন।
      ভালো থাকুন।
  • ভালো।
    • কে. পাল ০৮/১০/২০১৭
      ধন্যবাদ কবি।
      আপনাদের মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      পাশে থাকবেন।
      ভালো থাকুন।
 
Quantcast