www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সন্দেশ কাহিনী

একটা গোটা সন্দেশ-
কিছু লাল-কালো পিঁপড়ে
মনের আনন্দে খায় রোজ বেশ,
রসিয়ে রসিয়ে একটু একটু কুঁড়ে কুঁড়ে।
ভরা পেট আর যথেচ্ছ প্রজনন
আস্তে আস্তে প্রজাতির সংখ্যা বৃদ্ধি
শুরু করে তুমুল লড়াইয়ের আয়োজন;
ভাগের জন্য- যেখানে বিলুপ্ত বিবেক বুদ্ধি।


একটা আধা সন্দেশ-
কিছু লাল-কালো পিঁপড়ে
শেষে ভাগ করে খায়, তবু মনে বিদ্বেষ।
পাশের এক দানা লুটে খেতে হামলে পরে
সাথে খিটিরমিটির লড়াই অনবরত
সঙ্গে আজীবনের লক্ষ্য- হিংস্র আক্রোশ।
তাই অন্তঃ-আন্তঃসংগ্রামের বেনিয়ম সুবিধামত,
আজ জোড়াতালির মিষ্টি পেয়েই খুশ!




সময়:০৭/০২/২০১৭, ১১:০৮ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর উপস্থাপনা।
  • সমির প্রামাণিক ০৭/১০/২০১৭
    বিজ্ঞান আর সাহিত্যের অপূর্ব মেলবন্ধন। কবিকে শুভকামনা ।
  • মধু মঙ্গল সিনহা ০৭/১০/২০১৭
    ধন্যবাদ কবি
    • কে. পাল ০৭/১০/২০১৭
      ধন্যবাদ কবি।
      আপনাদের মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      পাশে থাকবেন।
      ভালো থাকুন।
  • খুব ভালো।
    • কে. পাল ০৭/১০/২০১৭
      ধন্যবাদ কবি।
      আপনাদের মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      পাশে থাকবেন।
      ভালো থাকুন।
  • আজাদ আলী ০৭/১০/২০১৭
    Valo
    • কে. পাল ০৭/১০/২০১৭
      ধন্যবাদ কবি।
      আপনাদের মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      পাশে থাকবেন।
      ভালো থাকুন।
 
Quantcast