প্রিয় কবি বলেছেন
প্রিয় কবি বলেছেন-
ফুল ফুটক না ফুটুক, আজ বসন্ত।
আজ আমি বলছি-
যুক্তি থাকুক না থাকুক, আমরা বুদ্ধিজীবী।
কবিতা হোক না হোক, আমরা কবি।
প্রেম করি না করি, আমরা দেশপ্রেমী।
প্রাণ থাকুক না থাকুক, আমরা প্রাণী।
ঘুষ পেলাম না পেলাম, আমরা খুশ।
হুষ থাকুক না থাকুক, আমরা মানুষ।
সূর্যোদয় হোক না হোক, আমাদের দিনান্ত।
ঘুম আসুক না আসুক, আমরা ঘুমন্ত।
সময়:২১/০১/২০১৭, ১১:১৫ মি:
ফুল ফুটক না ফুটুক, আজ বসন্ত।
আজ আমি বলছি-
যুক্তি থাকুক না থাকুক, আমরা বুদ্ধিজীবী।
কবিতা হোক না হোক, আমরা কবি।
প্রেম করি না করি, আমরা দেশপ্রেমী।
প্রাণ থাকুক না থাকুক, আমরা প্রাণী।
ঘুষ পেলাম না পেলাম, আমরা খুশ।
হুষ থাকুক না থাকুক, আমরা মানুষ।
সূর্যোদয় হোক না হোক, আমাদের দিনান্ত।
ঘুম আসুক না আসুক, আমরা ঘুমন্ত।
সময়:২১/০১/২০১৭, ১১:১৫ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৬/১০/২০১৭খুব ভালো ভাবনা ও লেখা ...
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১০/২০১৭হু, ভাবনার বিষয়।
-
মধু মঙ্গল সিনহা ০৬/১০/২০১৭ধন্যবাদ কবি,শুভকামনা রইল ।
-
আজাদ আলী ০৬/১০/২০১৭Sundar sundar kaths bollen.Thanks poet