হাঁদার চায়ের স্বপ্ন
হাঁদা বোঝেনা এসব কিছুই;
লক আউট, সাসপেনশন নোটিশ, বোনাস,
ইনক্রিমেন্ট, গনধর্মঘট এসবই
তার চার বছরের মাথায় ঢোকেনা, ব্যাস
পেট কামড়ায় ফেনা ভাতের জন্য।
সেটাও দু'বেলা জোটে না আজ।
"মা, বড্ড খিদে পেয়েছে জানো?!"
নিশ্চুপ বাবা অসহায়, কারন নেই কাজ।
দিন আনা দিন খাওয়া মানুষ তারা,
তাই দুয়ারে বসে থাকে আশায়
(হয়তো) আজ বিকালের চা টেবিলে ওরা
ক্ষুধাতুর প্রাণের ব্যথা- সমাধান করবে আলোচনায়।
হাঁদা বোঝেনা এসব কিছু;
এত সভা, মিটিং, মিছিল, প্রতিবাদ, ধর্না।
তবুও তার খালি পেট ছাড়ছে না কেন পিছু!
অভুক্ত জীবন স্বপ্নে দেখে- দুধের ঝর্ণা
বয়ে আসছে উপর থেকে একদম নিচে
বাবার মত হাজার বাবার হাতের আগুন
মস্ত বড়ো চায়ের কেটলি গরম করছে।
তোফা বিস্কুট, প্লেট ভর্তি ভাজাভুজিতে,
সবই তো যাচ্ছে বদ্ধ ঘরে সমস্যার সমাধানে।
ক্ষুধার তাপে সেঁকা চর্চা চায়ের সাথে,
ধোঁয়াটে আশার বাণী সাধ্যমতো সময় কেনে।
হঠাৎ ঘুম ভাঙ্গে, ফেরা বাস্তবের মাটিতে।
তবুও শিশুমনের অপেক্ষা রোজ স্বপ্নের রাত্রিকে।
সময়:০৮/১০/২০১৬, ১২:৪০ মি:
লক আউট, সাসপেনশন নোটিশ, বোনাস,
ইনক্রিমেন্ট, গনধর্মঘট এসবই
তার চার বছরের মাথায় ঢোকেনা, ব্যাস
পেট কামড়ায় ফেনা ভাতের জন্য।
সেটাও দু'বেলা জোটে না আজ।
"মা, বড্ড খিদে পেয়েছে জানো?!"
নিশ্চুপ বাবা অসহায়, কারন নেই কাজ।
দিন আনা দিন খাওয়া মানুষ তারা,
তাই দুয়ারে বসে থাকে আশায়
(হয়তো) আজ বিকালের চা টেবিলে ওরা
ক্ষুধাতুর প্রাণের ব্যথা- সমাধান করবে আলোচনায়।
হাঁদা বোঝেনা এসব কিছু;
এত সভা, মিটিং, মিছিল, প্রতিবাদ, ধর্না।
তবুও তার খালি পেট ছাড়ছে না কেন পিছু!
অভুক্ত জীবন স্বপ্নে দেখে- দুধের ঝর্ণা
বয়ে আসছে উপর থেকে একদম নিচে
বাবার মত হাজার বাবার হাতের আগুন
মস্ত বড়ো চায়ের কেটলি গরম করছে।
তোফা বিস্কুট, প্লেট ভর্তি ভাজাভুজিতে,
সবই তো যাচ্ছে বদ্ধ ঘরে সমস্যার সমাধানে।
ক্ষুধার তাপে সেঁকা চর্চা চায়ের সাথে,
ধোঁয়াটে আশার বাণী সাধ্যমতো সময় কেনে।
হঠাৎ ঘুম ভাঙ্গে, ফেরা বাস্তবের মাটিতে।
তবুও শিশুমনের অপেক্ষা রোজ স্বপ্নের রাত্রিকে।
সময়:০৮/১০/২০১৬, ১২:৪০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০১/১০/২০১৭বড়ই বাস্তব - শুভেচ্ছা কবি ...
-
সমির প্রামাণিক ০১/১০/২০১৭স্বপ্ন আর বাস্তবে মাখামাখি। সুন্দর। কবিকে শুভেচ্ছা।
-
Tanju H ০১/১০/২০১৭সুন্দর কবিতা।।
-
প্রদীপ চৌধুরী. ০১/১০/২০১৭ভালে লাগলো
-
আজাদ আলী ০১/১০/২০১৭খুব ভালো ভাবনা আপনার। অনেক অনেক শুভ কামনা কবিকে।