বিস্মৃত ডারউইনবাদ
জীব বাস্তুতন্ত্রের জটিল খাদ্যজাল
ছড়ানো রয়েছে এই দুনিয়ায়।
এখানে অহিংসার নীতিকথা মূল্যহীন চিরকাল,
আর খাদ্য-খাদক সম্পর্ক সবার ঊর্ধে রয়।
সাময়িক আবেগের বশে যার ব্যতিক্রম,
ক্ষতি ছাড়া লাভ করেনি কোনদিন পরিবেশে।
প্রবাদও বলে- "প্রেম আর যুদ্ধের কোন নেই নিয়ম।"
হঠাৎ অতি ক্ষুধার্ত প্রাণী, নেকড়ে হয় অনায়সে।
বেশি মাত্রায় বংশ বৃদ্ধি, অস্তিত্বের সংগ্রাম, প্রকরণ,
ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়-
শেষে প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদ্বর্তন।
শুধুই ভুলে যাই, শুধু ভুলে যাই, হায়!
সময়:০৪/১০/২০১৬, ১৩:৩০ মি:
ছড়ানো রয়েছে এই দুনিয়ায়।
এখানে অহিংসার নীতিকথা মূল্যহীন চিরকাল,
আর খাদ্য-খাদক সম্পর্ক সবার ঊর্ধে রয়।
সাময়িক আবেগের বশে যার ব্যতিক্রম,
ক্ষতি ছাড়া লাভ করেনি কোনদিন পরিবেশে।
প্রবাদও বলে- "প্রেম আর যুদ্ধের কোন নেই নিয়ম।"
হঠাৎ অতি ক্ষুধার্ত প্রাণী, নেকড়ে হয় অনায়সে।
বেশি মাত্রায় বংশ বৃদ্ধি, অস্তিত্বের সংগ্রাম, প্রকরণ,
ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়-
শেষে প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদ্বর্তন।
শুধুই ভুলে যাই, শুধু ভুলে যাই, হায়!
সময়:০৪/১০/২০১৬, ১৩:৩০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৯/২০১৭ভালো।
-
Tanju H ৩০/০৯/২০১৭অসাধারন কবিতা।।অনেক প্রীতি ও শুভেচ্ছা নিবেন।।
-
কামরুজ্জামান সাদ ৩০/০৯/২০১৭সৃজনশীল লেখা
-
আজাদ আলী ৩০/০৯/২০১৭Very nice subject. Thanks
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৯/২০১৭ভালো বিষয়।