www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেজি দরে

"এই যে ভাই এদিকে, একটু শুনুন-
ফর্দটা একবার দেখুন।
এগুলি পাব কী এখানে, অন্তত একটু?
দাম নিয়ে চিন্তা করবেন না ফালতু।
পকেট ভর্তি আছে সাদা-কালো নোটে
না থাকলে বলে দাও- পাবো কোথা থেকে।"


চাহিদা দেখে থ' মেরে যায়,
হেসে বলে- "আপনি পাগল মাথা মোটা?
খাদ্য, বিনোদন, অস্ত্র, নেষা- সব বিকোয় দুনিয়ায়,
এ অবাস্তব আকাঙ্ক্ষা পূরনের নেই রাস্তা।"
তবুও খুঁজে চলি হরেক দোকান, ফ্যাক্টরির উৎপাদন।
যেন লাভহীন অপ্রয়োজনীয় পণ্যের ক্রেতাই একজন।


বৃদ্ধ বাসনার আবেশে খোঁজ চলে নিয়ত
"কেজি দরে প্রেম-ভালোবাসা।"
খালি ব্যাগ, পুরোন ফর্দ আর বেহিসাবি শোষিতের অর্থ
কেন হতভাগা করে রাখে! নেই কী পাবার আশা?



সময়:২৯/০৯/২০১৬, ১২:৪৮ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৯/০৯/২০১৭
    অনবদ্য ভাবনা ...
  • বাস্তব!
  • মুক্তপুরুষ ২৮/০৯/২০১৭
    পাঠক হয়ে মুগ্ধ হলাম কবি
    • কে. পাল ২৮/০৯/২০১৭
      আপনার মুগ্ধতাই আমার আগামী অনুপ্রেরণা।
      অশেষ ধন্যবাদ।
      পাশে থাকবেন। শুভেচ্ছা।
  • আজাদ আলী ২৮/০৯/২০১৭
    নিজের ভাবনাকে তুলে ধরেছেন খুব ভালো লাগলো আমাকে। শুভেছহা রইল কবি............।
  • দারুণ লিখেছেন।
    • কে. পাল ২৮/০৯/২০১৭
      অনুপ্রেরণা প্রদানের জন্য অশেষ ধন্যবাদ।
      পাশে থাকবেন। শুভেচ্ছা।
  • চিন্তার অপূর্ব সমাহার । আশাই তো জীবন । সুন্দর হয়েছে ।
    • কে. পাল ২৮/০৯/২০১৭
      অনুপ্রেরণা প্রদানের জন্য অশেষ ধন্যবাদ।
      পাশে থাকবেন। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
 
Quantcast